পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ: অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্ট ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। আগামী ৩ জানুয়ারি শুরু হবে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ৩য় টেস্ট ম্যাচ। এই ম্যাচকে ঘিরে একাদশে দুটি পরিবর্তন এনেছে পাকিস্তান।
তৃতীয় টেস্টে খেলা হচ্ছে না ইমাম উল হকের। একটানা ব্যর্থতার কারণে একাদশ থেকে বাদ দেয়া হয়েছে তাকে। তার পরিবর্তে অভিষেক হচ্ছে তরুন ওপেনার সায়েম আইয়ুবের। সদ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছে তার।
ইতিমধ্যে ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তবে ভালো কিছু করতে পারেননি। ৮ ম্যাচে ১৭.৫৭ গড়ে ১২৩ রান করেছেন তিনি।
আবার বিশ্রামে রাখা হয়েছে শাহীন শাহ আফ্রিদিকে। তার জায়গাতে খেলবেন স্পিনার সাজিদ খান। দীর্ঘ দুই বছর পর পাকিস্তানের টেস্ট দলে ফিরেছেন সাজিদ। তৃতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়াও। তবে তারা কোনো পরিবর্তন আনেননি তারা। এই টেস্টের মাধ্যমে সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন ডেভিড ওয়ার্নার।
সিডনি টেস্টে পাকিস্তান একাদশ- সায়েম আইয়ুব, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আঘা, সাজিদ খান, হাসান আলী, মির হামজা এবং আমের জামাল।