শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ: হারের শঙ্কা নিয়ে তৃতীয় দিন শেষ করলো বাংলাদেশ
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিন চলছে আজ। শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে সব কয়টি উইকেট হারিয়ে ধনাঞ্জয়া ডি সিলভা ১০২ ও কামিন্দু মেন্ডিস ১০২ রানের সুবাদে ২৮০ স্কোর বোর্ডে জমা করে। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। একমাত্র তাইজুল ছাড়া বলার রান তেমন কেউ করতে পারেনি। তাইজুলের ৪৭ রানের সুবাদে নিজেদের প্রথম ইনিংসে সব কয়টি উইকেট হারিয়ে ১৮৮ রান করে বাংলাদেশ। ফলে ৯২ রানের লিড পায় শ্রীলঙ্কা।
৯২ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে তারা। শুরুতেই বেশ কয়েকটা উইকেট হারালেও ডাল হয়ে দাড়ায় সেই নাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। দুজনই তুলে নেন সেঞ্চুরি। সব কয়টি উইকেট হারিয়ে ৪১৮ রান করে শ্রীলঙ্কা। ফলে তাদের লিড গিয়ে দাড়ায় ৫১০ রানে।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত শেষ ইনিংসে ৪১৮ রান তাড়া করে জেতার রেকর্ড আছে। তাও আবার একবার। ২০০৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪১৮ রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। আর বাংলাদেশকে জিততে হলে করতে হবে ৫১১ রান। যা বিশ্ব রেকর্ডের থেকেই ৯৩ রান বেশি।
৫১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৭ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার জয় এখন শুধু সময়ের ব্যাপার।