Saturday, November 16, 2024
ক্রিকেটখেলা

শেষ হলো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ২য় ওয়ানডে ম্যাচ

চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ব্যাটিং করতে নেমে শুরুতেই ওপেনার লিটনকে হারায় বাংলাদেশ ৩ বলে শুণ্য রান করেন তিনি। দলের হাল ধরেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। ৬৬ বলে ৬৮ রান করে আউট হন সৌম্য। নাজমুল হোসেন শান্ত করেন ৩৯ বলে ৪০ রান।

আরও পড়ুন:
কোপা আমেরিকার সময় সূচি ঘোষণা
শ্রীঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ ঘোষণা
মুশফিক-মাহমুদউল্লাহকে প্রশংসায় ভাসালেন ব্যাটিং কোচ হেম্প

তাওহিদ হৃদয় করে ১০২ বলে ৯৬ রান। আজকে মাহমুদউল্লাহ শুন্য রানে ফিরে যান। মুশফিক করেন ২৮ বলে ২৫ রান। মিরাজ করেন ১৮ বলে ১২ রান। তানজিম সাকিব করেন ৩৩ বলে ১৮ রান। তাসকিন ১০ বলে ১৮ রান করেন। ফলে নির্ধারীত ৫০ ওভার শেষে ৭ উইকেটে ২৮৬ রান করে বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে মধুশানকা ২টি, মধুশান ১টি, হাসারাঙ্গা ৪টি করে উইকেট নেন।

অলনিউজবিডি২৪ এর খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। তবে সময় যেতে বেড়ে ততো ভযংকর হয়ে উঠে শ্রীলঙ্কার ব্যাটাররা। ওপেনার পাথুম নিশাঙ্কা করেন ১১৩ বলে ১১৪ রান। আভিষ্কা করেন শুন্য রান। কুসল মেন্ডিস করেন ১৩ বলে ১৬ রান। সাদিরা সামারাবিক্রমা করেন ৪ বলে ১ রান। চারিথা আসালাঙ্কা করেন ৯৩ বলে ৯১ রান। জিনাথ লিয়ান করেন ১৬ বলে ৯ রান। বাংলাদেশের হয়ে শরিফুল ২টি, তানজিম সাকিব ১টি, তাসকিন ২টি, মিরাজ ১টি করে উইকেট নেন। ৪৭.১ ওভারে ৭ উইকেটে ২৮৭ রা করে জয় তুলে নেন শ্রীলঙ্কা। ফলে সিরিজে সমতা ফিরালো তারা।

ফলাফল: ৩ উইকেটের জয় পেয়েছে শ্রীলঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *