বাংলাদেশের বোলারদের প্রশংসা করে যা বললেন স্যান্টনার
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ: চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টেয়োন্টি সিরিজ। আজ বুধবার সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে সফরকারী বাংলাদেশ। টস জিতে বাংলাদেশ অধিনায়ক বোলিং করার সিদ্ধান্ত নেয়। নিউজিল্যান্ড অধিনায়ককে ব্যাটিং করার আমন্ত্রন জানান শান্ত। ম্যাচটি অুনষ্টিত হচ্ছে নেপিয়ারে। আগে ব্যাটিং নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটের বিনিময়ে ১৩৪ রান তোলো নিউজিল্যান্ড। ১৩৫ টার্গেটে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। সিরিজে ১-০ এগিয়ে গেল টাইগাররা।
ম্যাচ শেষে বাংলাদেশের প্রশংসা করে নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনার বলেছেন, ‘বাংলাদেশকে কৃতিত্ব দিতে হবে। তারা ভালো খেলেছে। ১৫০-১৬০ সম্ভবত ভালো সংগ্রহ হতো। আমরা বল হাতে লড়াই করে চেষ্টা করেছি ম্যাচটাকে রোমাঞ্চকর করতে। কিন্তু ব্যাট হাতে কিন্তু পাওয়ারপ্লেতে আমরা ম্যাচ থেকে ছিটকে গেছি।’
তিনি বাংলাদেশের বোলারদের প্রশংসা করে বলেছেন, ‘বাংলাদেশ দুর্দান্ত বোলিং করেছে। হার্ড লেংথে করেছে। ক্রস ব্যাটে খেলা কঠিন ছিল। আশা করি, মাউন্ট মঙ্গানুইয়ে ভিন্ন উইকেটে আমরা ভালো কিছু করতে পারব।’
ওপেনিং করতে আসেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। ৭ বলে ১০ রান করে আউট হন রনি। এরপর ব্যাটিংয়ে আসেন নাজমুল হোসেন শান্ত। ১৪ বলে ১৯ রান করে তিনিও প্যাভিলিয়নের পথ ধরেন। ভালো খেলতে থাকা সৌম্য সরকারও বেশিক্ষণ টিকতে পারেননি। তার ব্যাট থেকে আসে ১৫ বলে ২২ রান। তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে ১৮ বলে ১৯ রান। আফিফ করেন ৬ বলে ১ রান।
নিউজিল্যান্ডের ইনিংস বিবরণ:
টস জিতে বোলিং করতে নেমে প্রথম ওভারেই মেহেদীর আঘাত। প্রথম ওভারের ৪ নম্বর বলেই সফল হয়েছেন এই আফ স্পিনার। শেখ মেহেদীর আফ স্টাম্পের বল জায়গা বানিয়ে খেলতে গিয়ে বোল্ড হন টিম সেইফার্ট। ইনিংসের ২য় ওভারে বোলিং করতে আসেন শরিফুল। নিজের প্রথম ওভারেই জোড়া শিকার করেন তিনি। ফিন অ্যালেন ও গ্লেন ফিলিপসকে ফেরান তিনি। আবারও বোলিংয়ে ফিরেন শেখ মেহেদী তুলে নেন ড্যারি মিচেলের উইকেট। মেহেদীর বলে বোল্ড হয়েছেন মিচেল! এতে ২০ রানে চতুর্থ উইকেট হারায় নিউজিল্যান্ড।
এরপর উইকেটের দেখা পান রিশাদ হোসেন। রিশাদকে বোলিংয়ে পেয়েই তার ওপর চড়াও হন চ্যাপম্যান। ব্যাক্তিগত নিজের ২য় ওভারেই উইকেটের দেখা পান তিনি। তুলে নেন চ্যাপম্যানের উইকেট। জায়গা বানিয়ে খেলতে গিয়ে এক্সট্রা কাভারে ধরা পড়েন চ্যাপম্যান। ৫৩ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর আবার বোলিংয়ে ফিরেন শরিফুল। ফিরেই উইকেট তুলে নেন তিনি। ভাঙেন জুটি। এই পেসারকে কিছুটা টেনে খেলতে গিয়ে কাটা পড়েছেন স্যান্টনার। মিড-অনে ক্যাচ নিয়েছেন সৌম্য। ভাঙে নিশাম-স্যান্টনারের অবিচ্ছিন্ন জুটি।
এরপর বোলিং আসেন কাটার মাস্টার ফিজ। এসেই তুলে নেন নিশামের উইকেট। এবার কাভার পয়েন্টের সীমানায় আফিফের হাতে ধরা পড়েন নিশাম। ১১০ রানে সপ্তম উইকেট হারিয়েছে স্বাগতিকেরা। ১৮ তমে ওভারে এসে আবারও উইকেট তুলে নন মুস্তাফিজ। অভিষেক ম্যাচে উইকেটের দেখা পান তানজিম হাসান সাকিব।