আসছে বছরের আগামী ৭ জানুয়ারি অনুষ্টিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় নির্বাচনে ৩ জন বর্তমান সংসদ সদস্যসহ ঢাকা মহানগরীর ২৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন বলে জানা গেছে। আজ বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। ১৫টি আসন (ঢাকা ৪-১৮) থেকে মনোনয়ন সংগ্রহকারী প্রার্থীরা রিটার্নিং অফিসারের কাছে প্রত্যাহার পত্র জমা দিয়েছেন।
কারণ আজকেই ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। প্রার্থিতা প্রত্যাহারের ফলে ঢাকা সিটির ১৫টি আসনে এবার ১২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২৭ জনের মধ্যে জাকের পার্টির ১৩ জন, জাতীয় পার্টির সাতজন, আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল, জাতীয় পার্টি-জেপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ও ইসলামী ঐক্যজোটের একজন করে প্রার্থী এবং দুইজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
প্রত্যাহারের তালিকায় রয়েছেন বর্তমান তিন সংসদ সদস্য। তারা হলেন- আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান (ঢাকা-১৮), জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ (ঢাকা-৬), কাজী মনিরুল ইসলাম (ঢাকা-৫)।