Saturday, November 16, 2024
ক্রিকেটখেলা

জাতীয় দলে ফিরছেন না সাকিব

শেষ হয়েছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত খেলেও অল্পের জন্য সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় সফরকারী শ্রীলঙ্কা। তবে ঠিকই ওয়ানডে সিরিজে ঘুরে দাড়িয়েছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ওয়ানডে সিরিজ।

তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার টেস্ট সিরিজেই খেলবেন না তিনি বলে জানা গেছে। তাকে ছাড়াই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। চলতি শ্রীলঙ্কা সিরিজে টেস্ট দলে ফিলছেন বলে জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো ফিটনেস না থাকায় এখনই জাতীয় দলে ফিরতে রাজি হননি সাকিব।’

আরও পড়ুন:
হাথুরু সিংহের চেষ্টায় বিগ হিটার খুজে পেল বিসিবি
সৌম্যের চোটের সর্বশেষ অবস্থা জানালো বিসিবি
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করলো বিসিবি

তিনি আরও বলেন, ‘বিপিএলের সময় চোখের সমস্যায় ভুগেছেন সাকিব। শুরুর দিকে ব্যাটে রান না পেলেও শেষদিকে দুর্দান্ত ছন্দ ফিরে পান তিনি। বিপিএলের শেষদিকে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করলেও ফিটনেসে কিছুটা ঘাটতি ছিল তার।’

অলনিউজবিডি২৪ এর খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

আবার নিজের ওজন বেড়ে গেছে এই কথা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে জাতীয় ফিরতে রাজি না হলেও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে অন্যতম বড় আসর ডিপিএল খেলবেন তিনি। সর্বশেষ খবর অনুযায়ী বুধবার থেকে শেখ জামালের হয়ে খেলবেন তিনি। নিজের প্রথম ম্যাচ সিটি ক্লাবের বিপক্ষে। ম্যাচটি গড়াবে সাভারের বিকেএসপিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *