বাংলাদেশের ক্রিকেটে বড় অর্জন গুলো এসেছে যুবাদের হাত ধরে। এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিশ্বকাপ বা এশিয়া কাপ শিরোপা জিততে পারেনি। শিরোপা তো দুরের কথা এখন পর্যন্ত বিশ্বকাপের সেমি ফাইনাল খেলতে পারেনি বাংলাদেশ। তবে তিন বার এশিয়া কাপের ফাইনালে গিয়েও শিরোপা ধরা হয়নি টাইগারদের।
তবে সেই আক্ষেপ ঘুচিয়েছে টাইগার যুবারা। ২০২০ সালে বিশ্বকাপ জয় ও সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপ নিজেদের করে নিয়েছে টাইগার যুবারা। এবার তারা খেলতে গেছে ২০২৪ আইসিসি অুনর্ধ্ব১৯ বিশ্বকাপ। তাইতো টাইগার যুবাদের নিয়ে সমর্থকদের প্রত্যাশাটা একটু বেশি।
এবার অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ অুনষ্টিত হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে। এবারের আসরে অংশ গ্রহন করেছে ১৬টি দল। চার গ্রুপে ভাগ হয়ে খেলবে দল গুলো। মোট ৪১ টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবারের আসরে। গ্রুপ ‘এ’ তে রয়েছে বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকা রয়েছে গ্রুপ ‘বি’ তে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নামিবিয়া ও জিম্বাবুয়ে আছেন গ্রুপ ‘সি’ তে। পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও নেপাল রয়েছে গ্রুপ ‘ডি’তে।আসরটি শুরু হবে ১৯ তারিখ থেকে। প্রথম ম্যাচে মাঠে নামবে আয়ারল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ জানুয়ারি ব্লুমফন্টেইনে মানগাং ওভাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় মুখোমুখি হবে দুই দল। নিজেরদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ২২ জানুয়ারি একই মাঠে বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে নামবে টাইগাররা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ২৬ জানুয়ারি বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে নামবে দুই দল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সম্ভাব্য সেরা একাদশ-
মাহফুজুর রহমান রাব্বী (অধিনায়ক), জিশান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, আশিকুর রহমান শিবলী, রোহানাত বর্ষণ, ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধা।