প্রকাশিত: ০৩:২৭ ৭ ফেব্রুয়ারি ২০২৫
![](https://admin.allnewsbd24.com/uploads/News/73143775-7e79-4dcd-b633-a25da5dc90b0__.jpg)
বিরাট কোহলির চোট নিয়ে স্বস্তির খবর
ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে বিরাট কোহলির অনুপস্থিতি ভক্তদের জন্য বড় ধাক্কা ছিল। নাগপুরের উইকেটে যখন ভারত এক তরফা দাপট দেখাচ্ছিল, তখন ড্রেসিংরুমে বসে থাকতে হয়েছে ভারতের ব্যাটিং মহারাজকে। কারণ, ম্যাচের আগের দিন অনুশীলনের সময় ডান হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি।
কিন্তু বিরাট কোহলি মানেই তো লড়াই— ছোটখাটো চোট তাকে দমিয়ে রাখতে পারবে না! তাই কি দ্বিতীয় ম্যাচেই ফিরছেন এই রানমেশিন? আসুন, জেনে নেওয়া যাক সর্বশেষ তথ্য।
ফিটনেসের আইকন, চোটের সঙ্গে কমই লড়াই
বিরাট কোহলি শুধু ব্যাটিং কিংবদন্তি নন, ফিটনেসের ক্ষেত্রেও তিনি ভারতীয় ক্রিকেটের দৃষ্টান্ত। ক্যারিয়ারের ১৬ বছরে খুব কমবারই তাকে চোটের কারণে দলের বাইরে থাকতে হয়েছে।
২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে রাঁচি টেস্টে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন, তাই সিরিজের শেষ ম্যাচ খেলতে পারেননি। ২০২১ সালে কাউন্টি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ছিলেন না পিঠের সমস্যার কারণে। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একবার এবং ইংল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে মিস করেছিলেন পিঠ ও কুঁচকির চোটে।
সম্প্রতি রঞ্জি ট্রফিতে ফেরার আগে গলায় ব্যথার কারণে তাকে ইনজেকশন নিতে হয়েছিল। কিন্তু এবারের হাঁটুর সমস্যা বড় কোনো বাধা হয়ে দাঁড়াবে কি?
দ্বিতীয় ম্যাচে ফিরবেন কোহলি?
নাগপুরের জয়ের পর সহ-অধিনায়ক শুভমান গিল জানিয়েছেন, চিন্তার কিছু নেই— কোহলি দ্বিতীয় ম্যাচেই ফিরছেন!
গিল বলেন, "সকালবেলা উঠে ওর হাঁটুতে সামান্য ফোলা দেখা যায়। কিন্তু গতকাল অনুশীলনের সময় ও পুরোপুরি ঠিক ছিল। এটা গুরুতর কিছু নয়, ও নিশ্চয়ই কটকে খেলবে।"
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনেও একই আশার কথা শোনা গেছে। একটি সূত্র জানিয়েছে, "অনুশীলনে কোহলির হাঁটু স্বাভাবিক ছিল, কিন্তু হোটেলে ফেরার পর সামান্য ফোলাভাব দেখা যায়। তবে এটি বড় কোনো সমস্যা নয়, তিনি কটকের ওয়ানডেতে খেলবেন বলেই মনে হচ্ছে।"
তবে এখনো তার হাঁটুর কোনো স্ক্যান করা হয়নি। তিনি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে (NCA) যাচ্ছেন নাকি সরাসরি কটকে দলের সঙ্গে যোগ দেবেন, সেটি নিশ্চিত হওয়ার অপেক্ষায়।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্বস্তি, ভারত পাবে পূর্ণশক্তির কোহলি?
ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। সামনে ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও দুবাইয়ে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। সাম্প্রতিক টেস্ট সিরিজে সেরাটা দিতে না পারলেও, ওয়ানডে ফরম্যাটে কোহলি বরাবরই নিজের রাজত্ব কায়েম করে রেখেছেন।
তাই ভক্তরা চাইবেন, "কোহলি যেন ফিরেই তার চিরচেনা ছন্দে ব্যাট হাসান, মাঠে তার সেই পুরনো আগ্রাসন দেখা যায়!" আগামী ম্যাচেই কি রানমেশিন কোহলির ব্যাট থেকে আসবে দুর্দান্ত এক ইনিংস? অপেক্ষায় ক্রিকেটবিশ্ব!
প্রকাশক ও সম্পাদকঃ জাকারিয়া ইসলাম
ঠিকানা: ৫২/৬, র্যামস উইনিটি, পশ্চিম রাজাবাজার, পান্থপথ, ঢাকা-১২০৫
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭২২-৫৬৮০০৮
© ২০২৫ | অল নিউজ বিডি ২৪ | সর্বস্বত্ব সংরক্ষিত ডিজাইন | অল নিউজ বিডি ২৪