প্রকাশিত: ১২:১১ ১৩ মার্চ ২০২৫

তাসকিন-মুস্তাফিজদের জন্য সুখবর, খুলছে আইপিএল ও পিএসএল এর দুয়ার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পেসারদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন নীতির আওতায় এবার থেকে আন্তর্জাতিক মানের ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণের জন্য বিশেষ বিবেচনা করা হবে। এর ফলে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ও পিএসএল (পাকিস্তান সুপার লিগ) খেলতে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের জন্য দুয়ার খুলতে যাচ্ছে। এছাড়াও তরুণ পেসার নাহিদ রানা পিএসএলে খেলার জন্য বিসিবির অনুমতি পেতে পারেন।
আইপিএলে তাসকিন-মুস্তাফিজের সম্ভাবনা
আইপিএলের ২০২৫ আসরের নিলামে দল না পেলেও সরাসরি চুক্তির মাধ্যমে বাংলাদেশের দুই পেসারকে দলে নেওয়ার গুঞ্জন ছড়িয়েছে। ভারতীয় বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করছে। অন্যদিকে, হাই বাজেটের ফ্র্যাঞ্চাইজি লাখনৌ সুপার জায়ান্টস তাসকিন আহমেদকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তাদের বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) লাগবে।
বিসিবির নতুন পরিকল্পনা
বাংলাদেশি ক্রিকেটারদের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ নিয়ে বরাবরই কঠোর অবস্থান নিয়েছিল বিসিবি। বিশেষ করে আইপিএলে খেলার ক্ষেত্রে বেশ কয়েকবার তাসকিন আহমেদকে ছাড়পত্র দেওয়া হয়নি। একইভাবে, গত মৌসুমে টুর্নামেন্টের মাঝপথ থেকে মুস্তাফিজুর রহমানকে দেশে ফিরিয়ে এনে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলানো হয়েছিল। এতে করে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি কিছুটা অনীহা দেখা দিয়েছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে।
তবে এবার বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ ক্রিকেটারদের এনওসি দেওয়ার ক্ষেত্রে নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন। এখন থেকে শুধুমাত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত বড় লিগগুলো—যেমন আইপিএল, পিএসএল, বিগ ব্যাশের মতো টুর্নামেন্টের জন্য এনওসি দেওয়ার বিষয়ে শিথিলতা দেখানো হতে পারে। অন্যদিকে, ছোট লিগগুলোর ক্ষেত্রে এনওসি দেওয়ার হার কমিয়ে দেবে বিসিবি।
পিএসএলে নাহিদ রানার সম্ভাবনা
পাকিস্তান সুপার লিগের এবারের আসরে পেশোয়ার জালমির হয়ে খেলার ডাক পেয়েছেন বাংলাদেশের তরুণ স্পিডস্টার নাহিদ রানা। পাশাপাশি করাচি কিংসের স্কোয়াডে সুযোগ পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস, এবং লাহোর কালান্দার্স দলে যোগ দিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এখন তাদের অংশগ্রহণের জন্য বিসিবির ছাড়পত্র জরুরি। তবে বিসিবির নতুন পরিকল্পনা অনুযায়ী, আইপিএল ও পিএসএলের মতো লিগগুলোর ক্ষেত্রে শিথিলতা আসতে পারে। ফলে তাদের খেলার সম্ভাবনা উজ্জ্বল।
শেষ পর্যন্ত কি হবে?
আগামী মাসেই শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ। একই সময় মাঠে গড়াবে পিএসএল। এখন দেখার বিষয়, বিসিবি শেষ পর্যন্ত ক্রিকেটারদের এনওসি প্রদান করে কি না। নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে, ভবিষ্যতে বাংলাদেশি ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বেশি সুযোগ পাওয়ার সম্ভাবনা বাড়বে। বিশেষ করে তাসকিন-মুস্তাফিজের মতো পেসারদের জন্য এটি একটি বড় সুযোগ হতে পারে।
তমাল/
প্রকাশক ও সম্পাদকঃ জাকারিয়া ইসলাম
ঠিকানা: ৫২/৬, র্যামস উইনিটি, পশ্চিম রাজাবাজার, পান্থপথ, ঢাকা-১২০৫
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭২২-৫৬৮০০৮
© ২০২৫ | অল নিউজ বিডি ২৪ | সর্বস্বত্ব সংরক্ষিত ডিজাইন | অল নিউজ বিডি ২৪