;
আইপিএলের নিয়ম: দুই কোটি নয় মুস্তাফিজকে দলে নিতে কলকাতাকে গুনতে হবে ৬.৫ কোটি রুপি

আইপিএলের নিয়ম: দুই কোটি নয় মুস্তাফিজকে দলে নিতে কলকাতাকে গুনতে হবে ৬.৫ কোটি রুপি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ বরাবরই বিশেষ আলোচনার বিষয়। এবারও তার ব্যতিক্রম নয়। বিশেষ করে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও গত কয়েক বছরে দুর্দান্ত পারফর্ম করা তাসকিন আহমেদকে নিয়ে সরগরম ক্রিকেট দুনিয়া। গুঞ্জন রয়েছে, দক্ষিণ আফ্রিকার গতিময় পেসার আন্দ্রিক নরকিয়ার ইনজুরির কারণে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারে মুস্তাফিজকে।

২২ মার্চ পর্দা উঠবে আইপিএলের, কলকাতার পেস লাইনআপে বড় চ্যালেঞ্জ

আইপিএলের এবারের আসর শুরু হবে ২২ মার্চ। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বলিউড বাদশাহ শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স। তবে স্কোয়াড গঠন এখনো সম্পূর্ণ না হওয়ায় বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছে দলটি। বিদেশি ক্রিকেটারদের তালিকায় আটজনকে অন্তর্ভুক্ত করলেও নরকিয়ার ইনজুরির কারণে এখন সেই সংখ্যা সাতজনে নেমে এসেছে।

নরকিয়ার ইনজুরি কলকাতার পেস আক্রমণে বড় ধাক্কা। দলে হারশিত রানা ও উমরান মালিকের মতো পেসার থাকলেও, একজন অভিজ্ঞ বিদেশি পেসারের অভাব বেশ স্পষ্ট। ফলে মুস্তাফিজের নাম ঘিরে তৈরি হয়েছে আলোচনার ঝড়।

মুস্তাফিজকে দলে নিতে বাড়তি খরচ করতে হবে কলকাতাকে

আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার ইনজুরির কারণে পুরো মৌসুমের জন্য ছিটকে গেলে তার বদলি হিসেবে দলে আসা ক্রিকেটারকে ঠিক একই পরিমাণ পারিশ্রমিক দিতে হবে, যতটা পেতেন সেই ইনজুরি আক্রান্ত ক্রিকেটার।

কলকাতা নাইট রাইডার্স এবারের নিলামে ৬.৫ কোটি রুপিতে দলে নিয়েছিল নরকিয়াকে, যদিও তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। অন্যদিকে, মুস্তাফিজের ভিত্তিমূল্যও ছিল ২ কোটি রুপি। তবে কলকাতা যদি ফিজকে দলে নিতে চায়, তাহলে তাদেরও ৬.৫ কোটি রুপি ব্যয় করতে হবে। অর্থাৎ, মুস্তাফিজের জন্য আকাশছোঁয়া দর গুনতে হতে পারে কেকেআরকে।

তাসকিনের জন্য লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের আগ্রহ?

বাংলাদেশি আরেক পেসার তাসকিন আহমেদকেও নিয়ে চলছে ব্যাপক গুঞ্জন। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, লক্ষ্ণৌ সুপার জায়েন্টস দলে অন্তর্ভুক্ত করতে পারে তাকে। দীর্ঘদিন ধরে আইপিএলে খেলার জন্য মুখিয়ে থাকা তাসকিনের জন্য এটি হতে পারে দারুণ এক সুযোগ। তবে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

আইপিএলে মুস্তাফিজের স্বর্ণালী যাত্রা

২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অভিষেকেই বাজিমাত করেছিলেন মুস্তাফিজ। সেই আসরেই দলের অন্যতম সেরা পারফর্মার হয়ে সানরাইজার্সকে শিরোপা জেতানোর পাশাপাশি জিতেছিলেন ‘সেরা উদীয়মান ক্রিকেটার’ পুরস্কার। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং সর্বশেষ চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি।

গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে ১৪ উইকেট শিকার করেছিলেন মুস্তাফিজ। আইপিএলে তার মোট পরিসংখ্যানও বেশ সমৃদ্ধ—৫৭ ম্যাচে ৬১ উইকেট। কলকাতার পেস ইউনিটের শূন্যতা পূরণে তিনি হতে পারেন এক দুর্দান্ত সংযোজন।

ক্রিকেট বিশ্ব অপেক্ষায়, আসন্ন আইপিএলে টাইগারদের পদচারণা কেমন হবে?

আইপিএলে মুস্তাফিজ ও তাসকিনের অন্তর্ভুক্তি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। তবে কলকাতা নাইট রাইডার্স ও লক্ষ্ণৌ সুপার জায়েন্টস তাদের স্কোয়াড চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে। ক্রিকেটপ্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে, দুই বাংলাদেশি তারকা কি আদৌ আসন্ন আইপিএলে মাঠ মাতাতে পারবেন? নাকি গুঞ্জনই থেকে যাবে গুঞ্জন? সময়ই দেবে তার উত্তর।

চামেলী/

প্রকাশক ও সম্পাদকঃ জাকারিয়া ইসলাম

ঠিকানা: ৫২/৬, র‍্যামস উইনিটি, পশ্চিম রাজাবাজার, পান্থপথ, ঢাকা-১২০৫

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭২২-৫৬৮০০৮

সোশ্যাল মিডিয়াতে আমরা

info@allnewsbd24.com

allnewsbd24.info@gmail.com

© ২০২৫ | অল নিউজ বিডি ২৪ | সর্বস্বত্ব সংরক্ষিত ডিজাইন | অল নিউজ বিডি ২৪