প্রকাশিত: ০৩:০১ ১৭ মার্চ ২০২৫

৭৫ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজের সতীর্থ
নিজস্ব প্রতিবেদক: আইপিএল—এক স্বপ্নের মঞ্চ, যেখানে ভাগ্যের চাকা বদলে যেতে পারে এক নিমিষেই। সেই রঙিন মঞ্চের নতুন এক গল্পের নায়ক হয়েছেন চেতন সাকারিয়া। একসময় মুস্তাফিজুর রহমানের সঙ্গে রাজস্থান রয়্যালসের পেস আক্রমণে ঝলক দেখানো এই প্রতিভাবান পেসার এবার কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ৭৫ লাখ রুপিতে।
স্বপ্নের সূচনা, বাধার পাহাড়
২০২১ সালে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে সকলের নজর কাড়েন বাঁহাতি পেসার চেতন সাকারিয়া। মুস্তাফিজুর রহমানের সঙ্গে তার বলের জাদু রাজস্থানের আক্রমণকে করেছিল আরও সমৃদ্ধ। কিন্তু তার পরের সময়টা মোটেই সহজ ছিল না। ফর্মহীনতা, ইনজুরি আর ম্যাচ খেলার অভাব ধীরে ধীরে তাকে পিছিয়ে দেয়। জাতীয় দলে সুযোগ পেলেও নিয়মিত জায়গা ধরে রাখা হয়ে ওঠেনি।
ভাগ্যের দরজা খুলল আইপিএলেই
চলতি আইপিএল আসরের শুরুতে কেকেআর মাত্র ২ লাখ রুপিতে তাকে নেট বোলার হিসেবে দলে নিয়েছিল। মূল স্কোয়াডে জায়গা পাওয়ার স্বপ্ন তখনও অনেক দূরে। কিন্তু ক্রিকেট সবসময়ই চমকের খেলা! উমরান মালিকের ইনজুরি যেন বদলে দিল সাকারিয়ার ভাগ্য। ৭৫ লাখ রুপিতে দলে নেওয়া উমরান চোটের কারণে টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে যান। কেকেআরের স্কোয়াডে তার জায়গা পূরণ করতেই ডাক পেলেন চেতন।
নতুন জার্সি, নতুন চ্যালেঞ্জ
কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে উমরানের ইনজুরির কথা জানানো হয়েছে, যদিও তার চোটের ধরন নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে নিশ্চিত করা হয়েছে, তার জায়গায় সুযোগ পাচ্ছেন চেতন সাকারিয়া।
২০২৩ মৌসুমেও কেকেআরের দলে থাকলেও একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এবার তার সামনে নতুন সুযোগ, নতুন চ্যালেঞ্জ। কেকেআরের পেস বিভাগে রয়েছেন আনরিখ নরকিয়া, হার্শিত রানা, স্পেন্সার জনসন, বৈভব অরোরা ও মায়াঙ্ক মারকান্দে। এবার সেই শক্তিশালী লাইনআপে যুক্ত হলেন চেতন। তবে একাদশে জায়গা পেতে হলে তাকে লড়াই করতে হবে।
সাবেক সতীর্থ মুস্তাফিজের মতো জাদু দেখাবেন?
মুস্তাফিজুর রহমানের সঙ্গে খেলে অভিজ্ঞতা অর্জন করা চেতন সাকারিয়ার জন্য এটি হতে পারে নিজেকে নতুন করে চেনানোর সুবর্ণ সুযোগ। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে তার পারফরম্যান্স এবার কতটা আলো ছড়াবে, সেটাই দেখার বিষয়।
আইপিএলের জমজমাট এই আসরে কি পারবেন চেতন সাকারিয়া আবারও নিজের সামর্থ্যের জানান দিতে? উত্তর দেবে সময়, আর সেই সময়ের প্রতীক্ষায় তার ভক্তরা।
জাকারিয়া/
প্রকাশক ও সম্পাদকঃ জাকারিয়া ইসলাম
ঠিকানা: ৫২/৬, র্যামস উইনিটি, পশ্চিম রাজাবাজার, পান্থপথ, ঢাকা-১২০৫
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭২২-৫৬৮০০৮
© ২০২৫ | অল নিউজ বিডি ২৪ | সর্বস্বত্ব সংরক্ষিত ডিজাইন | অল নিউজ বিডি ২৪