প্রকাশিত: ০৯:৫৭ ৭ ফেব্রুয়ারি ২০২৫
![](https://admin.allnewsbd24.com/uploads/News/306afda3-80e5-4145-8e59-2609941797d2__.jpg)
শেষ হলো বিপিএলে বরিশাল বনাম চিটাগং কিংসের মধ্যকার ফাইনাল ম্যাচ
বিপিএল ২০২৫-এর ফাইনাল এক রুদ্ধশ্বাস লড়াই। প্রতিটি মুহূর্তে উত্তেজনার পারদ চড়ছিল, আর শেষ পর্যন্ত ক্রিকেটীয় মহাকাব্যে নায়ক হয়ে উঠলো ফরচুন বরিশাল। চিটাগং কিংসকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নের মুকুট পরলো বরিশাল। মিরপুরের সবুজ গালিচায় তারা রচনা করলো নতুন এক সাফল্যের কাব্য।
টস ভাগ্য বরিশালের পক্ষে গেলেও, শুরুটা চিটাগং কিংসের জন্য যেন এক মহাযজ্ঞের সূচনা। উসমান খাওয়াজা ও পারভেজ হোসেন ইমন মিলে গড়ে তুললেন এক অনবদ্য জুটি। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়েই ৫৭ রান তুলে ফেলে তারা, প্রতিটি শটে ছিল দৃঢ়তা, প্রতিটি বলেই আক্রমণাত্মক মনোভাব।
শতরানের দোরগোড়ায় এসে প্রথম ধাক্কাটা খান চিটাগং কিংস— ৪২ বলে ৬৬ রানে থামেন খাওয়াজা। তবে সেই আঘাত সামাল দিতে গ্রাহাম ক্লার্ক ঝড় তুললেন, মাত্র ২২ বলে খেললেন ৪৩ রানের দানবীয় ইনিংস। একপ্রান্ত আগলে রেখে নিজের ইনিংসটা পাহাড় বানিয়ে ফেললেন ইমন— ৪৯ বলে ৭৮ রান করে অপরাজিত থাকলেন তিনি।
চূড়ান্ত ২০ ওভারের শেষে স্কোরবোর্ডে ঝলসে উঠলো ১৯৪/২। বিপিএলের ফাইনালে এমন লক্ষ্য যে কোনো দলের জন্যই চ্যালেঞ্জিং। কিন্তু বরিশাল তো এবার ইতিহাস গড়ার মিশনে!
১৯৫ রানের বিশাল টার্গেট, চাপের পর্দা যেন চারপাশে! তবে বরিশালের দুই ওপেনার তামিম ইকবাল ও তাওহীদ হৃদয় চাপ বলতে কিছুই বুঝলেন না। ব্যাট হাতে শুরু থেকেই দুর্দান্ত প্রতিরোধ গড়লেন তারা। উদ্বোধনী জুটিতেই যোগ করলেন ৫২ রান।
২৮ বলে ৩২ রান করে হৃদয় ফিরে গেলেও, তামিম তখনো অপরাজিত সেনাপতির মতো দাঁড়িয়ে। দৃষ্টিনন্দন স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে মাত্র ২৯ বলে ফিফটি ছুঁয়ে ফেললেন এই অভিজ্ঞ ব্যাটার। তবে স্বপ্নের ইনিংসটা বেশিদূর টেনে নিতে পারলেন না— ৫৪ রানেই থামলেন তিনি।
ডেভিড মালান এলেন, দেখলেন, কিন্তু জয় করলেন না— ২ বলে মাত্র ১ রান করে ফিরে গেলেন তিনি। মনে হচ্ছিল বরিশালের জয়ের স্বপ্নটা এবার বুঝি ফিকে হয়ে আসবে।
ঠিক তখনই আসল মঞ্চে কাইল মায়ার্শ! বিধ্বংসী ব্যাটিংয়ে বিপিএলের এই মহারণকে করে তুললেন নাটকীয়। যেন বীরের মতো ব্যাট চালিয়ে সামনে এগিয়ে চললেন। ২৮ বলে ৪৬ রানের অনবদ্য ইনিংস খেলে ফরচুন বরিশালকে নিয়ে এলেন জয়ের দোরগোড়ায়।
শেষদিকে মুশফিকুর রহিমের ৯ বলে ১৬, মাহমুদউল্লাহ রিয়াদের ১১ বলে ৭, আর মোহাম্মদ নাবির ৪ বলে ৪ রানের ছোট ছোট অবদান বরিশালের স্বপ্নপূরণকে সহজ করে তুললো।
১৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে বরিশাল ছুঁয়ে ফেললো লক্ষ্যের চূড়া! স্টেডিয়াম জুড়ে তখন আনন্দের বিস্ফোরণ, সাফল্যের উচ্ছ্বাস!
টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন: দুর্বার বরিশাল
এই জয়ের মাধ্যমে ফরচুন বরিশাল টানা দ্বিতীয়বার বিপিএলের শিরোপা নিজেদের করে নিলো। তারা প্রমাণ করলো, বিপিএল মানেই এখন এক দুর্বার বরিশাল!
চিটাগং কিংসের পারভেজ ইমনের দুর্দান্ত ব্যাটিং, খাওয়াজার দারুণ ফিনিশিং— সব কিছুই ফিকে হয়ে গেল বরিশালের ঐতিহাসিক মুহূর্তের সামনে।
ফাইনালের রঙিন রাতের শেষ আলোকচ্ছটা বরিশালের জন্যই বরাদ্দ ছিল। আরেকটি শিরোপা জয়ের গৌরবে উজ্জ্বল হলো বরিশাল, যাদের হাত ধরেই ক্রিকেটের আকাশে উড়লো বিজয়ের নতুন পতাকা!
প্রকাশক ও সম্পাদকঃ জাকারিয়া ইসলাম
ঠিকানা: ৫২/৬, র্যামস উইনিটি, পশ্চিম রাজাবাজার, পান্থপথ, ঢাকা-১২০৫
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭২২-৫৬৮০০৮
© ২০২৫ | অল নিউজ বিডি ২৪ | সর্বস্বত্ব সংরক্ষিত ডিজাইন | অল নিউজ বিডি ২৪