;
বাংলাদেশি স্পিনারের ৬ উইকেট

বাংলাদেশি স্পিনারের ৬ উইকেট

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উইমেন্স প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২৫-এর উদ্বোধনী দিনে মাঠে নেমেই ঝলসে উঠলেন নারী ক্রিকেটাররা। কেউ দেখালেন বল হাতে ধ্বংসাত্মক স্পিন, কেউ আবার ব্যাট হাতে প্রতিপক্ষকে ভাসালেন রানের স্রোতে। প্রথম দিনেই গুলশান ইয়ুথ ক্লাবের সানদিহা ইসলাম আশার স্পিন ভেলকি, শেলটেক ক্রিকেট একাডেমির দুর্দান্ত ব্যাটিং শো এবং আবাহনীর সহজ জয়ের মাধ্যমে জমে উঠেছে এবারের লিগ।

সানদিহার স্পিন ঘূর্ণিতে খেলাঘরের ছিন্নভিন্ন ব্যাটিং লাইনআপ

ইউল্যাবের মাঠে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে একাই ৬ উইকেট নিয়ে গুলশান ইয়ুথ ক্লাবের অফ-স্পিনার সানদিহা ইসলাম আশা দেখালেন কীভাবে স্পিনের জাদুতে বিপক্ষকে কাবু করতে হয়। ষষ্ঠ বোলার হিসেবে বল হাতে নিয়েই একের পর এক উইকেট তুলে নেন তিনি। প্রথম চার ওভারে ৫ উইকেট শিকার করে প্রতিপক্ষকে কাঁপিয়ে দেন। শেষ পর্যন্ত মাত্র ৯ রানে ৬ উইকেট নিয়ে অনন্য এক রেকর্ড গড়েন। তার বিধ্বংসী বোলিংয়ের সামনে খেলাঘর মাত্র ৬৪ রানে গুটিয়ে যায়। গুলশান ইয়ুথ ক্লাব ৭ উইকেট হাতে রেখে অনায়াসে জয় তুলে নেয়।

শেলটেক ক্রিকেট একাডেমির ঝড়ো অভিষেক

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডানকে ৫৩ রানে হারিয়ে অভিষেক ম্যাচেই বাজিমাত করল শেলটেক ক্রিকেট একাডেমি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দূরদর্শী নেতৃত্বে দলটি ব্যাট হাতে দেখাল চমকপ্রদ পারফরম্যান্স।

ইশমা তানজিমের দুর্দান্ত ৬৮ রানের ইনিংস আর সুমাইয়া আক্তারের ঝোড়ো ৮৩ রানে ভর করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৯ রানের পাহাড় গড়ে শেলটেক। জবাবে ফাহিমা ও জান্নাতুলের স্পিন বিষে দিশেহারা হয়ে ১৯৬ রানে অলআউট হয় মোহামেডান। নতুন দল হিসেবে শেলটেকের এমন দাপুটে জয় তাদের ভবিষ্যতের জন্য বড় আশাবাদী করে তুলছে।

আবাহনীর দুর্দান্ত সূচনা, সহজ জয়

বিকেএসপির এক নম্বর মাঠে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে লিগের যাত্রা শুভ করল আবাহনী। বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় মাত্র ৯৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ পুলিশ। এরপর ব্যাট হাতে ফারজানা পিংকি অর্ধশতক হাঁকিয়ে দলকে সহজ জয় এনে দেন।

প্রথম দিনেই নারী ক্রিকেটের উত্তেজনা ছড়িয়ে পড়েছে চারপাশে। লিগের বাকি ম্যাচগুলোয় আরও রোমাঞ্চের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা, যেখানে নতুন ইতিহাস রচনার সম্ভাবনা জ্বলজ্বল করছে!

প্রকাশক ও সম্পাদকঃ জাকারিয়া ইসলাম

ঠিকানা: ৫২/৬, র‍্যামস উইনিটি, পশ্চিম রাজাবাজার, পান্থপথ, ঢাকা-১২০৫

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭২২-৫৬৮০০৮

সোশ্যাল মিডিয়াতে আমরা

info@allnewsbd24.com

allnewsbd24.info@gmail.com

© ২০২৫ | অল নিউজ বিডি ২৪ | সর্বস্বত্ব সংরক্ষিত ডিজাইন | অল নিউজ বিডি ২৪