প্রকাশিত: ০৫:৪৮ ১ ডিসেম্বর ২০২৪

‘আমার বয়স ১৭, বাবার জেলে থাকার বয়সও ১৭’, খালাসের পর জাহাঙ্গীরকন্যা
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আটক থাকা জাহাঙ্গীর আলমের কন্যা সাফাজ হুমাইরা দুঃখ প্রকাশ করে বলেন, “আমার বয়স ১৭, আমার আব্বুর জেলে থাকার বয়সও ১৭।” রোববার, ২১ আগস্ট গ্রেনেড হামলায় অভিযুক্তদের জামিন মঞ্জুর হলে, জাহাঙ্গীর আলমও মুক্তি পান।
সাফাজ হুমাইরা জানান, “যখন আমি মাত্র ৪ মাস বয়সী, তখন আমার আব্বুকে চিনতাম না। আমি কথা বলতেও পারতাম না, আর তখন থেকেই আমার আব্বু ছিলেন না।” তিনি আরও বলেন, “জন্মের পর থেকে আমি কখনোই আব্বুকে বাসায় দেখিনি।”
নিজের আনন্দ প্রকাশ করে হুমাইরা বলেন, “আমি যখন ক্লাস সিক্সে ছিলাম, তখন একবার জেলখানায় আব্বুর সঙ্গে দেখা হয়েছিল। এখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আর আজ আমি অনেক খুশি।”
জাহাঙ্গীর আলমের বোন অভিযোগ করেন, তার ভাইকে ভুলভাবে গ্রেফতার করা হয়েছে, কারণ তার ভাই ও অন্যান্য আসামির নামের সাথে কিছুটা মিল ছিল। তিনি দাবি করেন, জাহাঙ্গীর আলম ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে তার বাবার ব্যবসা দেখাশোনা করতেন। তাকে গ্রেফতার করার পর এক মাস গুমে রাখা হয়েছিল, এরপর তাকে উদ্ধার করে মামলার কার্যক্রম চলতে থাকে।
এদিন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল রায়ের ঘোষণা দেয় হাইকোর্ট। রায়ে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেওয়া হয়। পাশাপাশি, মামলার অভিযোগপত্রকে অবৈধ ঘোষণা করা হয়েছে। রায় পড়া শুরু হয় সকাল ১১টার কিছু আগে। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এ রায়ের পর, সাফাজ হুমাইরার পরিবারের জন্য মুক্তির আনন্দের পাশাপাশি মামলার দীর্ঘ চলমানতা শেষ হওয়ার দিনটি স্মরণীয় হয়ে থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ জাকারিয়া ইসলাম
ঠিকানা: ৫২/৬, র্যামস উইনিটি, পশ্চিম রাজাবাজার, পান্থপথ, ঢাকা-১২০৫
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭২২-৫৬৮০০৮
© ২০২৫ | অল নিউজ বিডি ২৪ | সর্বস্বত্ব সংরক্ষিত ডিজাইন | অল নিউজ বিডি ২৪