;
মেট্রোরেলের দুই পদের মৌখিক পরীক্ষার ফল প্রকাশ, ২০২ জন নির্বাচিত

মেট্রোরেলের দুই পদের মৌখিক পরীক্ষার ফল প্রকাশ, ২০২ জন নির্বাচিত

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অধীনে মেট্রোরেলের টিকিট মেশিন অপারেটর ও কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদের মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের মধ্য দিয়ে মেট্রোরেলের যাত্রীসেবা আরও গতিশীল ও আধুনিক হবে বলে আশা করা হচ্ছে।

প্রকাশিত ফলাফলে টিকিট মেশিন অপারেটর পদে ১৩৯ জন এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদে ৬৩ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর ডিএমটিসিএলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে ডিএমটিসিএলের দিয়াবাড়ি কার্যালয় থেকে নিয়োগপত্র সংগ্রহ করতে হবে। পাশাপাশি, প্রত্যেক উত্তীর্ণ প্রার্থীকে খুদে বার্তার (SMS) মাধ্যমেও ফলাফল জানিয়ে দেওয়া হবে।

মেট্রোরেলের কার্যক্রম আরও উন্নত ও যাত্রীবান্ধব করতে দক্ষ জনবল প্রয়োজন। এই নিয়োগের মাধ্যমে টিকিটিং ও গ্রাহকসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে। উত্তীর্ণদের সঠিক সময়ে যোগদানের আহ্বান জানিয়েছে ডিএমটিসিএল, যেন তারা শিগগিরই দেশের অন্যতম আধুনিক গণপরিবহন ব্যবস্থার অংশ হতে পারেন।

নিয়োগপ্রাপ্তদের জন্য শুভ কামনা—আপনারা হলেন সেই হাত, যারা রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও স্মার্ট করে তুলবেন!

প্রকাশক ও সম্পাদকঃ জাকারিয়া ইসলাম

ঠিকানা: ৫২/৬, র‍্যামস উইনিটি, পশ্চিম রাজাবাজার, পান্থপথ, ঢাকা-১২০৫

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭২২-৫৬৮০০৮

সোশ্যাল মিডিয়াতে আমরা

info@allnewsbd24.com

allnewsbd24.info@gmail.com

© ২০২৫ | অল নিউজ বিডি ২৪ | সর্বস্বত্ব সংরক্ষিত ডিজাইন | অল নিউজ বিডি ২৪