Loading...
;
ক্বমারুনএগ্রো ফার্মের মতবিনিময় সভা

ক্বমারুন এগ্রো ফার্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

২৭ ডিসেম্বর মাসে ২০২৪, রোজ শুক্রবার ক্বমারুন এগ্রো ফার্ম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্বমারুন এগ্রো ফার্মেের প্রতিষ্ঠাতা জনাব জুবাইদ হোসেন এবং প্রতিষ্ঠাতা জনাব ইখতিয়ার উদ্দিন। এসময়ে তারা তাদের বক্তব্যে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর হওয়া অত্যাচারের তীব্র নিন্দা জানান। একই সাথে তারা তুলে ধরেন ক্বমারুন এগ্রো ফার্মের যাত্রার গল্প এবং সার্বিক অগ্রগতি। তারা আরও বলেন ১৯ শে এপ্রিল ২০২৫, ক্বমারুন এগ্রো ফার্ম দ্বিতীয় জাতীয় উদ্যোক্তা সম্মেলন আয়োজন করতে যাচ্ছে এবং ২০২৫ এর মাঝামাঝি 'AGRO-20' সম্মেলন আয়োজন করবে। অনুষ্ঠানে সার্বিক সহায়তা করবেন 'Johan Ocean'.

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, QAF(Qamarun Agro Farm) এর উপদেষ্টা জনাব জাহিদুল ইসলাম এবং জনাব মেহেদি হাসান। তারা বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়াও নাইজেরিয়ান উদ্যোক্তা জনাব আবু বকর মোহাম্মদ সানি আন্তর্জাতিকভাবে ক্বমারুন এগ্রো ফার্মের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

ক্বমারুন এগ্রো ফার্ম এর সাথে সহযোগিতামূলক সম্পর্ক স্হাপন করতে চায় সেরা ঝুড়ির প্রতিষ্ঠাতা জনাব, মেহেদী হাসান কাউসার কাউসার এবং জনাব, শরিফ মোল্লা।


ক্বমারুন এগ্রো ফার্ম বিশ্বাস করে মানুষের ভালোবাসায় তারা এগিয়ে যাবে এবং সামাজিকভাবে অবদান রাখবে।

প্রকাশক ও সম্পাদকঃ জাকারিয়া ইসলাম

ঠিকানা: ৫২/৬, র‍্যামস উইনিটি, পশ্চিম রাজাবাজার, পান্থপথ, ঢাকা-১২০৫

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭২২-৫৬৮০০৮

সোশ্যাল মিডিয়াতে আমরা

info@allnewsbd24.com

allnewsbd24.info@gmail.com

© ২০২৫ | অল নিউজ বিডি ২৪ | সর্বস্বত্ব সংরক্ষিত ডিজাইন | অল নিউজ বিডি ২৪