প্রকাশিত: ০৬:৩০ ৯ ফেব্রুয়ারি ২০২৫

দেশ জুড়ে আজ থেকে শুরু ‘অপারেশন ডেভিল হান্ট’
দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন নেপথ্যে কিছু অশুভ শক্তি অস্থিরতা তৈরির চেষ্টা করছে। গাজীপুরে শুক্রবার রাতে ছাত্র ও সাধারণ মানুষের ওপর বর্বরোচিত হামলা সেই ষড়যন্ত্রেরই একটি নির্মম উদাহরণ। তবে, ন্যায় ও নিরাপত্তার পক্ষে দাঁড়িয়ে সরকার আর অপেক্ষা করতে রাজি নয়। আজ, শনিবার থেকে সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান—‘অপারেশন ডেভিল হান্ট’।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার এক জরুরি বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা একমত হন যে, এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। ‘অপারেশন ডেভিল হান্ট’ সেই সংকল্পেরই বাস্তব রূপ।
হামলার পর দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। কিন্তু আতঙ্ক নয়, বরং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানই এখন মুখ্য বিষয়। এই বিশেষ অভিযানের মাধ্যমে অপরাধীদের খুঁজে বের করা হবে, যে অন্ধকার থেকে তারা উঠে এসেছে, সেখানেই ফেরত পাঠানো হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার থেকে শুরু হওয়া অভিযান দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর পাশাপাশি সন্দেহভাজন গোষ্ঠীগুলোর ঘাঁটিতেও পরিচালিত হবে। আইনশৃঙ্খলা বাহিনী পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।
হামলার জন্য পতিত স্বৈরাচারের আশ্রিত সন্ত্রাসীদের দায়ী করা হয়েছে, এবং নিশ্চিত করা হয়েছে যে, তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
যারা এখনো জানেন না ‘অপারেশন ডেভিল হান্ট’ কতটা ব্যাপক হতে চলেছে, তাদের অপেক্ষা করতে বলা হয়েছে আগামীকাল, রবিবারের জন্য। এই অভিযানের বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এক বিশেষ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে।
বাংলাদেশের মানুষের প্রত্যাশা একটাই—অন্যায়কারী যত শক্তিশালীই হোক না কেন, ন্যায়ের শিকার থেকে কেউ রেহাই পাবে না। আর সেই বার্তাই এবার প্রতিষ্ঠিত হতে চলেছে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর মাধ্যমে।
প্রকাশক ও সম্পাদকঃ জাকারিয়া ইসলাম
ঠিকানা: ৫২/৬, র্যামস উইনিটি, পশ্চিম রাজাবাজার, পান্থপথ, ঢাকা-১২০৫
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭২২-৫৬৮০০৮
© ২০২৫ | অল নিউজ বিডি ২৪ | সর্বস্বত্ব সংরক্ষিত ডিজাইন | অল নিউজ বিডি ২৪