প্রকাশিত: ০৬:৫৩ ১ মার্চ ২০২৫

মালয়েশিয়ায় রোজা শুরু যে দিন থেকে
নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার আকাশ আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ছিল মেঘমুক্ত, কিন্তু তবুও দেখা মেলেনি রমজানের চাঁদের। ফলে দেশটির ধর্মপ্রাণ মুসলিমরা আগামী ২ মার্চ থেকে শুরু করবেন পবিত্র রমজান মাসের সিয়াম সাধনা। এর ফলে শনিবার (১ মার্চ) পূর্ণ হবে শাবান মাসের ৩০ দিন।
ব্রুনাই ও সিঙ্গাপুরও একই সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাদের আকাশেও আজ দেখা মেলেনি রমজানের চাঁদের। তবে ব্যতিক্রম ঘটেছে অস্ট্রেলিয়ায়, যেখানে পৃথিবীর প্রথম দেশ হিসেবে শনিবার (১ মার্চ) থেকেই শুরু হচ্ছে রমজান।
মালয়েশিয়ার ‘কিপারস অব দ্য রুলার্স সিল’ সংস্থার শীর্ষ কর্মকর্তা সৈয়দ দানিয়াল সৈয়দ আহমেদ টেলিভিশন ভাষণে ঘোষণা দেন যে চাঁদ দেখা যায়নি। এ উপলক্ষে দেশজুড়ে ২৯টি নির্ধারিত স্থানে ধর্মীয় বিশেষজ্ঞরা চাঁদ দেখার চেষ্টা চালান, কিন্তু কেউই খালি চোখে চাঁদের উপস্থিতি নিশ্চিত করতে পারেননি। দেশটির নিয়ম অনুযায়ী, শুধুমাত্র জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ওপর নির্ভর না করে খালি চোখে চাঁদ দেখা গেলে তবেই রমজান শুরু করা হয়। এবারও সেই রীতির ব্যত্যয় ঘটেনি, তাই ২ মার্চ থেকে শুরু হবে পবিত্র মাস।
এশিয়ার এ দেশগুলো যখন রমজানের চাঁদ না দেখার ঘোষণা দিচ্ছে, তখন মধ্যপ্রাচ্যে চলছে চাঁদ দেখার প্রস্তুতি। সংযুক্ত আরব আমিরাত এবার প্রথমবারের মতো চাঁদ পর্যবেক্ষণে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার শুরু করতে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ এই ড্রোনগুলো আকাশের কোণে কোণে অনুসন্ধান চালাবে, যা বিশ্বে প্রথমবারের মতো ব্যবহৃত হতে যাচ্ছে।
অন্যদিকে, সৌদি আরবে চাঁদ দেখার জন্য বিভিন্ন স্থানে বসানো হয়েছে শক্তিশালী দুরবীন এবং অন্যান্য উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি। এই প্রস্তুতির আলোকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার (১ মার্চ) অথবা রবিবার (২ মার্চ) থেকে রমজান শুরু হতে পারে।
জামাল/
প্রকাশক ও সম্পাদকঃ জাকারিয়া ইসলাম
ঠিকানা: ৫২/৬, র্যামস উইনিটি, পশ্চিম রাজাবাজার, পান্থপথ, ঢাকা-১২০৫
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭২২-৫৬৮০০৮
© ২০২৫ | অল নিউজ বিডি ২৪ | সর্বস্বত্ব সংরক্ষিত ডিজাইন | অল নিউজ বিডি ২৪