প্রকাশিত: ০৪:৩১ ১ ডিসেম্বর ২০২৪
অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জন: নিমরত কৌরের মন্তব্য কী ইঙ্গিত দিচ্ছে
বলিউডের অন্যতম আলোচিত দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের দাম্পত্য জীবন নিয়ে সাম্প্রতিক গুঞ্জন বলছে, তারা বিচ্ছেদের পথে হাঁটছেন। বনিবনার অভাবকে কেন্দ্র করে এই ভাঙনের ইঙ্গিত মিললেও, আরেকটি গুঞ্জন ঘিরে বলিপাড়া সরগরম। অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী নিমরত কৌরের ঘনিষ্ঠতা নাকি এই বিচ্ছেদের পেছনে বড় কারণ।
‘দসভি’ ছবির শুটিং থেকে শুরু
২০২২ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘দসভি’-এর শুটিং চলাকালীন থেকেই অভিষেক ও নিমরতের ঘনিষ্ঠতার সূত্রপাত বলে দাবি করছে একাংশ। ছবির প্রচারের সময় নিমরত নিজেই জানিয়েছিলেন, অভিষেকের সঙ্গে কাজ করতে গিয়ে তিনি দারুণ মজা পেয়েছেন।
নিমরতের মন্তব্য নিয়ে জল্পনা
এক সাক্ষাৎকারে নিমরত বলেন,
"দসভি’র প্রচারের সময় অভিষেকের সঙ্গে সময় কাটিয়ে দারুণ আনন্দ পেয়েছি। খাওয়া-দাওয়া নিয়ে ওর বিশেষ আগ্রহ রয়েছে। কোন শহরের কোন গলিতে কী খাবার ভালো পাওয়া যায়, তা ওর নখদর্পণে। ও নিজেও খেতে ভালোবাসে। কোন রেস্তোরাঁ থেকে কী খাবার আনতে হবে, সব কিছুই জানে। তাই সেই অভিজ্ঞতা ছিল খুবই উপভোগ্য।”
১৫ বছরের দাম্পত্যে প্রশংসা
সাক্ষাৎকারে অভিষেক-ঐশ্বরিয়ার ১৫ বছরের দাম্পত্যের কথা শুনে নিমরত বেশ অবাক হয়েছিলেন। অভিষেক যখন বলেন, "হ্যাঁ, ২০০৭ থেকে ২০২২—দীর্ঘ ১৫ বছর ধরে আমরা একসঙ্গে আছি," তখন নিমরত অবাক হয়ে বলেছিলেন, "অসাধারণ!"
গুঞ্জনের পরিপ্রেক্ষিতে নিমরতের প্রতিক্রিয়া
সম্প্রতি অভিষেক ও নিমরতকে ঘিরে তৈরি হওয়া গুঞ্জন নিয়ে অভিনেত্রীর সোজাসাপ্টা জবাব দিয়েছেন। তিনি বলেন,
"আমি যা খুশি করি, লোকে তা নিয়ে কথা বলবেই। এ সব গসিপ বন্ধ করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি আমার কাজে মনোনিবেশ করেছি।”
অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্কের বর্তমান অবস্থা
অভিষেক ও ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন গুঞ্জন শোনা যায়। তবে বিচ্ছেদ কিংবা দাম্পত্য সংকট নিয়ে দু’জনের কেউই কোনো মন্তব্য করেননি।
কী ইঙ্গিত দিচ্ছে গুঞ্জন?
অভিষেক-নিমরত ঘনিষ্ঠতার বিষয়টি পুরোপুরি গসিপ নাকি বাস্তব, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বলিপাড়ায় এই সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। অভিষেক-ঐশ্বরিয়া এবং নিমরত—তিনজনই বিষয়টি নিয়ে মুখ খুলতে অনাগ্রহী।
অভিষেক-ঐশ্বরিয়ার দীর্ঘ ১৫ বছরের দাম্পত্যে এই নতুন গুঞ্জন কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে। তবে নিমরতের মন্তব্য ও গুঞ্জন বলিউডের আলোচনার কেন্দ্রে।
প্রকাশক ও সম্পাদকঃ জাকারিয়া ইসলাম
ঠিকানা: ৫২/৬, র্যামস উইনিটি, পশ্চিম রাজাবাজার, পান্থপথ, ঢাকা-১২০৫
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭২২-৫৬৮০০৮
© ২০২৫ | অল নিউজ বিডি ২৪ | সর্বস্বত্ব সংরক্ষিত ডিজাইন | অল নিউজ বিডি ২৪