;
বোর্ডার-গাভাস্কার ট্রফি

৩৬ রানে অল-আউট: ভারতের তিক্ত স্বাদ

ভারত-অস্ট্রেলিয়া বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট শুরু হতে যাচ্ছে অ্যাডিলেডে। এই গোলাপি বলের টেস্ট নিয়ে ভারতীয় দলের মধ্যে উচ্ছ্বাস থাকলেও রয়েছে একটি তিক্ত স্মৃতি—২০২০ সালে এই ভেন্যুতেই ৩৬ রানে অলআউট হওয়ার লজ্জার অধ্যায়। এবার সেই স্মৃতিকে পেছনে ফেলে অ্যাডিলেডে নতুন ইতিহাস গড়তে মরিয়া রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল।

গোলাপি বলের টেস্টে ভারতের ইতিহাস

গোলাপি বলের টেস্টে ভারতের পথচলা শুরু হয়েছিল ২০১৯ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে। বাংলাদেশের বিপক্ষে সেই টেস্টে ভারত বিশাল জয় পেয়েছিল, ইনিংস ও ৪৬ রানে হারিয়ে। তবে তাদের দ্বিতীয় গোলাপি বলের টেস্ট হয়ে ওঠে দুঃস্বপ্নের এক গল্প।

২০২০ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সেই টেস্টে ভারত প্রথম ইনিংসে ২৪৪ রান করে এগিয়ে থাকলেও দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অলআউট হয়ে যায়—যা ভারতের টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম রান। একইসঙ্গে এটি কোনো এশীয় দলেরও সর্বনিম্ন স্কোর।

অ্যাডিলেডের সেই লজ্জার গল্প

২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টে ভারত ভালোভাবেই শুরু করেছিল। প্রথম ইনিংসে ২৪৪ রান করার পর অস্ট্রেলিয়াকে ১৯১ রানে গুটিয়ে দিয়ে ৫৩ রানের লিড নেয় তারা। তবে দ্বিতীয় ইনিংসে পরিস্থিতি বদলে যায় এক সেশনে।

অস্ট্রেলিয়ার দুই পেসার জশ হ্যাজলউড এবং প্যাট কামিন্সের বিধ্বংসী বোলিংয়ে ভারতের ব্যাটিং লাইনআপ ধসে পড়ে। দ্বিতীয় ইনিংসে ভারতের সর্বোচ্চ রান করেন মায়াঙ্ক আগারওয়াল—মাত্র ৯। একমাত্র তিনিই দুই অঙ্ক ছুঁতে পেরেছিলেন।

হ্যাজলউড নেন ৫ উইকেট মাত্র ৮ রানে, আর কামিন্স তুলে নেন ৪ উইকেট ২১ রানে। মাত্র ৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জো বার্নসের হাফ সেঞ্চুরিতে ৮ উইকেট হাতে রেখেই জয় পায় অস্ট্রেলিয়া।

অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প

যদিও অ্যাডিলেডের সেই হার ভারতীয় ক্রিকেটের এক অন্ধকার অধ্যায় হিসেবে রয়ে গেছে, তবে পরবর্তী ম্যাচগুলোতে ভারত দেখিয়েছিল অবিশ্বাস্য দৃঢ়তা। রাহানে, পুজারা, পান্তদের অনবদ্য পারফরম্যান্সে ভারত ২-১ ব্যবধানে সিরিজ জয় করে।

রবি শাস্ত্রীর স্মৃতিচারণা

সেই সময় দলের প্রধান কোচ ছিলেন রবি শাস্ত্রী। সম্প্রতি অ্যাডিলেডের সেই ম্যাচ নিয়ে শাস্ত্রী বলেন, "বর্তমান ভারতীয় দল ৩৬ রানে অলআউট হওয়া নিয়ে চিন্তিত নয়। ওই ম্যাচে এক সেশনেই খেলার চিত্র পাল্টে গিয়েছিল। যখন বলার মতো বোলিংয়ের সামনে খেলতে হয়, এমনটা ঘটতেই পারে।"

ভারতের এগিয়ে থাকার সুযোগ

শাস্ত্রী আরও বলেন, "এবার চাপটা বেশি অস্ট্রেলিয়ার উপর। ভারত এই সুযোগটা কাজে লাগাতে পারে। আমার দেখা সেরা বোলিং সেশনগুলোর একটি ছিল সেটা। তবে ভাগ্যও সেদিন আমাদের পক্ষে ছিল না। এবার সেই ভুল শুধরে ভারতের ভালো করার সুযোগ আছে।"

অ্যাডিলেডে গোলাপি বলের এই টেস্টে ভারত কি সেই পুরনো দুঃস্বপ্ন পেরিয়ে নতুন এক গল্প লিখতে পারবে? সেটিই এখন দেখার বিষয়।

প্রকাশক ও সম্পাদকঃ জাকারিয়া ইসলাম

ঠিকানা: ৫২/৬, র‍্যামস উইনিটি, পশ্চিম রাজাবাজার, পান্থপথ, ঢাকা-১২০৫

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭২২-৫৬৮০০৮

সোশ্যাল মিডিয়াতে আমরা

info@allnewsbd24.com

allnewsbd24.info@gmail.com

© ২০২৫ | অল নিউজ বিডি ২৪ | সর্বস্বত্ব সংরক্ষিত ডিজাইন | অল নিউজ বিডি ২৪