প্রকাশিত: ০২:২৮ ৪ ফেব্রুয়ারি ২০২৫
![](https://admin.allnewsbd24.com/uploads/News/593e199f-8768-446d-9ca2-b2fd1f486123__.jpg)
বুধবার গ্যাস থাকবে না
আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ জেলা ও মনোহরদী উপজেলায় টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। উন্নয়নকাজের জন্য নেওয়া এই সিদ্ধান্তের ফলে নরসিংদী, রূপগঞ্জসহ আশপাশের বেশ কয়েকটি অঞ্চলেও গ্যাসের চাপ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
কেন এই গ্যাস বিচ্ছিন্নতা?
তিতাস গ্যাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘জিটিসিএল মনোহরদী গ্যাস মিটারিং স্টেশনের আধুনিকায়ন প্রকল্পের আওতায় মনোহরদী ডিআরএস ও কিশোরগঞ্জ ডিআরএসগামী ৪"×১০০০ পিএসআইজি গ্যাস লাইনে জরুরি সংস্কারকাজ করা হবে। এই কারণে ৫ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৬টা থেকে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।’
যেসব এলাকায় থাকবে গ্যাস সংকট
এই উন্নয়নকাজের ফলে কিশোরগঞ্জ ও মনোহরদী উপজেলায় পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি নরসিংদী, রূপগঞ্জ, ঢাকা মহানগরীর পূর্বাঞ্চল, কালিগঞ্জ, জয়দেবপুর, কোনাবাড়ি, চন্দ্রাসহ আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ অনুভূত হতে পারে।
গ্রাহকদের জন্য বার্তা
তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, কাজ শেষ হওয়ার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে এবং গ্রাহকদের তাৎক্ষণিকভাবে জানানো হবে। সাময়িক এই সমস্যার জন্য গ্রাহকদের ধৈর্য ধারণের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
প্রকাশক ও সম্পাদকঃ জাকারিয়া ইসলাম
ঠিকানা: ৫২/৬, র্যামস উইনিটি, পশ্চিম রাজাবাজার, পান্থপথ, ঢাকা-১২০৫
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭২২-৫৬৮০০৮
© ২০২৫ | অল নিউজ বিডি ২৪ | সর্বস্বত্ব সংরক্ষিত ডিজাইন | অল নিউজ বিডি ২৪