প্রকাশিত: ১০:৪০ ২৪ ডিসেম্বর ২০২৪

দেশ জুড়ে নেমে এলো শোকের কালো ছায়া: ১২ ঘণ্টায় ১০ জন নিহত
চাঁদপুর জেলায় সোমবার (২৩ ডিসেম্বর) একের পর এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে জেলার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এবং নৃশংস গণহত্যায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় চাঁদপুরের মানুষ শোকাহত ও বাকরুদ্ধ।
৮ দিন পর নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার
দিনের শুরুতেই ফরিদগঞ্জ উপজেলায় নিখোঁজ এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। বালিথুবা পশ্চিম ইউনিয়নের হাজী বাড়ির সুফিয়া বেগম (৪৫) গত ১৫ ডিসেম্বর নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার কোনো সন্ধান মেলেনি।
সোমবার সকালে মোদনেরগাঁও গ্রামের চৌধুরী বাড়ির পুকুরে তার মরদেহ পাওয়া যায়। ফরিদগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মেঘনায় নৃশংস গণহত্যা: নিহত ৭
সোমবার দিনের আরেকটি ভয়ংকর ঘটনা ঘটে মেঘনা নদীতে। একদল সশস্ত্র সন্ত্রাসী একটি কার্গো জাহাজে হামলা চালিয়ে ৭ জন নাবিককে হত্যা করে এবং একজনকে গুরুতর আহত করে। আহত নাবিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে রয়েছেন কার্গোর মাস্টার কিবরিয়া, ইঞ্জিন অপারেটর সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি, গ্রিজার সাজিবুল, আজিজুল এবং মাজেদুল। এরা সবাই নড়াইল জেলার বাসিন্দা। নদী পুলিশ ও কোস্টগার্ড যৌথ অভিযানে মরদেহগুলো উদ্ধার করে।
চাঁদপুর নদী পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান জানান, এটি ডাকাতি কিংবা ব্যক্তিগত শত্রুতার জেরে হতে পারে। তবে ঘটনার সঠিক কারণ এবং নির্দিষ্ট স্থানের ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের মাইজের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় মেহেদী হাসান (১৪) নামের এক কিশোর। সে স্থানীয় স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। মেহেদীকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তার দুই বন্ধু নওয়াজ (১৪) ও রবিন (১৩) আহত হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।
সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু
সোমবার সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয় ২৩ বছরের যুবক আহমেদ জুলহাস খান। বকিলা বাজার এলাকায় একটি বোগদাদ বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে নিশ্চিত করেন চিকিৎসক ডা. মাহবুব আলম।
অজ্ঞাত ব্যক্তি নিহত
সোমবার রাতেই ঢাকা থেকে চাঁদপুরগামী জয়নপুর পরিবহনের একটি গাড়ি দুর্ঘটনার শিকার হলে একজন নিহত হন। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
চাঁদপুরে শোকের ছায়া
পরপর ঘটে যাওয়া এসব মর্মান্তিক ঘটনায় চাঁদপুর জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং সংশ্লিষ্ট কারণগুলো উদঘাটনের চেষ্টা করছে।
প্রকাশক ও সম্পাদকঃ জাকারিয়া ইসলাম
ঠিকানা: ৫২/৬, র্যামস উইনিটি, পশ্চিম রাজাবাজার, পান্থপথ, ঢাকা-১২০৫
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭২২-৫৬৮০০৮
© ২০২৫ | অল নিউজ বিডি ২৪ | সর্বস্বত্ব সংরক্ষিত ডিজাইন | অল নিউজ বিডি ২৪