প্রকাশিত: ১১:৫৩ ৩ ফেব্রুয়ারি ২০২৫
![](https://admin.allnewsbd24.com/uploads/News/bd3e25a0-79dc-48e2-8de8-e35b531c6bf9__.jpg)
গোপালগঞ্জে আ.লীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ৫ পুলিশ আহত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার ফলে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন এবং একটি পুলিশ গাড়ি ভাঙচুর করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে, যখন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মাসব্যাপী প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করছিলেন।
এ সময় পুলিশ সাফায়েত গাজী নামের এক নেতাকর্মীকে আটক করে। এই ঘটনাটি মুহূর্তেই উত্তেজনায় পরিণত হয়, এবং নেতাকর্মীরা সাফায়েতকে মুক্তি দিতে পুলিশের দিকে চড়াও হন। এরই মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ, যা তীব্র আকার ধারণ করে। সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য আহত হন এবং তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। একই সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়, যা পরিস্থিতির উত্তপ্ততার প্রমাণ দেয়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, ‘‘আওয়ামী লীগের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের গাড়িটি ভাঙচুর করেছেন, এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।’’ তিনি আরও জানান, ‘‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’’
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে পুলিশ সদস্যদের উপর ইট-পাটকেল ছোড়া হয় এবং এক পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক ঘটনাস্থলে গিয়ে ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে পুলিশের নিরাপত্তায় ফিরিয়ে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক বলেন, ‘‘খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে যাই এবং এক পুলিশ সদস্যকে উদ্ধার করে ওসির কাছে হস্তান্তর করি।’’
এ ঘটনার পর এলাকাজুড়ে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জাকারিয়া ইসলাম
ঠিকানা: ৫২/৬, র্যামস উইনিটি, পশ্চিম রাজাবাজার, পান্থপথ, ঢাকা-১২০৫
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭২২-৫৬৮০০৮
© ২০২৫ | অল নিউজ বিডি ২৪ | সর্বস্বত্ব সংরক্ষিত ডিজাইন | অল নিউজ বিডি ২৪