Saturday, November 16, 2024
ক্রিকেটখেলা

পাকিস্তানে নিরাপত্তা নিয়ে শঙ্কিত নয় বাংলাদেশ

নিরাপত্তা শঙ্কায় কয়েক বছর আগেও পাকিস্তানে যেতে রাজি হতো না দলগুলো। তবে পরিস্থিতি এখন প্রতিনিয়ত উন্নত হচ্ছে। বড় বড় দলগুলো নিয়মিত সফর করছে পাকিস্তানে। তবে এখনো নিরাপত্তার ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে একাধিকবার গিয়েছে দেশটিতে। আরও একটি সিরিজ কড়া নাড়ছে দুয়ারে। এবারও প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে। তবে বিসিবি বলছে আপাতত এটা নিয়ে ভাবছেই না এসব নিয়ে। সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পেয়েই সফর চূড়ান্ত করেছে তারা।

এ নিয়ে গতকাল (৩১ জুলাই) সাংবাদিকদের বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেন, ‘নিরাপত্তা ওদের ব্যাপার। ওরা নিরাপত্তা নিশ্চিত করে বলেই আমরা যাই। ওরা স্টেট লেভেলের সিকিউরিটি দিয়ে থাকে। এটা নিশ্চিত করার পরই সফরসূচি নির্ধারিত হয়। এশিয়া কাপেও দেখেছেন, আগেও সফরে গেছে দেখেছেন। যে নিরাপত্তা দেয় তা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তাব্যবস্থা।’

‘এটা থাকে বলেই আমরা ট্যুরে যেতে রাজি হই। গত ২-১ বছরে অনেক আন্তর্জাতিক দল গিয়েছে। প্রত্যেকেই নিরাপত্তা নিয়ে খুশি। নিরাপত্তা নিয়ে অবশ্যই আমরা সতর্ক। সব নিশ্চয়তার পরই আমরা সফর চূড়ান্ত করেছি।’

তবে সরকারের একজন সিকিউরিটি কনসালটেন্ট যেনো দলের সাথে থাকে সে জন্যও আবেদন করেছে বিসিবি।

জালাল ইউনুস জানান, ‘সরকারকে আমরা বলেছি একজন করে সিকিউরিটি কনসাল্টেন্ট থাকার জন্য। যে সবসময় তাদের সাথে লিয়াজো করবে। কোনো ক্রিকেটারের আপত্তি নেই। আমি এমন কিছু শুনিনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *