গ্যারি সোবার্সকে ছাড়িয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন সাকিব
একের পর এক রেকর্ড গড়ে চলেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাইতো তাকে সবাই রেকর্ড আল হাসান বলেও ডাকে। কেনই বা ডাকবে না তার ঝুলিতে যে আছে সব কিংবদন্তি রেকর্ড ভাঙার অসংখ্য নজির। এবার ঠিক তেমনি আরেক কিংবদন্তি স্যার গ্যারি সোবার্সকে ছাড়িয়ে গেলেন সাকিব।
দীর্ঘ এক বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেই নিজের কারিসমা দেখালেন সাকিব। দলের যখন উইকেট প্রয়োজন ঠিক তখন উইকেট গুলো তুলে নিলেন। দীর্ঘ দিন পর ফিরেই তুলে নিলেন ৩ উইকেট।
আরও পড়ুন:
আইপিএলের প্রথম সপ্তাহের সেরা একাদশ ঘোষণা
মুস্তাফিজকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি
মাশরাফি না আকরাম খান, বিসিবি সভাপতি হচ্ছেন কে জানা যাবে আজ
চট্রগ্রাম টেস্ট শুরুর করেন সাকিব ২৩৩ উইকেট নিয়ে। আর এই টেস্টের প্রথম ইনিংসে কুশল মেন্ডিস, দীনেশ চান্দিমাল ও প্রভাত জয়াসুরিয়ার উইকেট তুলে নিয়েছেন তিনি।
অলনিউজবিডি২৪ এর খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
আর এতেই স্যার গ্যারি সোবার্সকে ছাড়িয়ে যান বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৯৩ টি টেস্ট ম্যাচ খেলে ২৩৫ উইকেট নিয়েছিলেন কিংবদন্তি অলরাউন্ডার গ্যারি সোবার্স। আর সাকিবের লাগলে মাত্র ৬৭ টেস্ট। আবার টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী বোলারও সাকিব। ব্যাট হাতে রয়েছে চার হাজারের বেশি রান। দীর্ঘ দিন ধরে ছিলেন টেস্টে এক নম্বর অলরাউন্ডার। বর্তমানে তিন নম্বরে আছেন তিনি।
Share
Share
Share
Share
Share