Saturday, November 16, 2024
ক্রিকেটখেলা

রিভিউ নিয়ে অদ্ভুত কাণ্ড করে বসলেন শান্ত

সিরিজ বাঁচানোর মিশনো আজ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। দারুন ব্যাটিং করেছে শ্রীলঙ্কার দুই ওপেনার। তবে এর পেছনে দায়ি বাংলাদেশের ফিল্ডিং। দিনের শুরুতেই সহজ দুটি ক্যাচ হাত ছাড়া করে বাংলাদেশ ক্রিকেটাররা। দলী ১০০ রানের মাথায় প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা।

নিশান মাদুস্কা ৫৭ রানে গিয়ে রান আউটের শিকার হন। দ্বিতীয় উইকেট জুটিতে ১০০+ পার্টর্নাশীপ গড়ে শ্রীলঙ্কার দুই ব্যাটার দিমুথ করুণারত্নে ও কুশল মেন্ডিস। দলীয় ২১৪ রানে দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসকে ৯৩ রানে মিরাজ ক্যাচ বানিয়ে ফেরান সাকিব। ২৭৮ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। এবার দিমুথ করুণারত্নেকে বোল্ড করেন হাসান মাহমুদ। তিনি করেন ৮৬ রান। আবার অ্যাঞ্জেলো ম্যাথিউজকে ২৩ রানে মিরাজের ক্যাচ বানিয়ে ফেরান সেই হাসান মাহমুদ।

বল করতে আসেন তাইজুল। ডাউন দ্য উইকেটে এসে বল মারার বদলে ডিফেন্স করেন কুশাল মেন্ডিস। পূর্ণ মনোযোগ সহকারে বলটা ডিফেন্স করেন কুশাল মেন্ডিস। যা লাগে ব্যাটের মাঝ বরাবর। কিন্তু এখানেই এক অদ্ভুত কাণ্ড করে বসেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিয়ে ফেলেন রিভিউ। মাঝ বাটে লাগার পরও।

আরও পড়ুন:
ফিরে আসছেন মুস্তাফিজ
পার্পল ক্যাপ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করলেন মুস্তাফিজ
লিটনকে নিয়ে অবিশ্বাস্য ভাবে যা বললেন নিক পোথাস

টিভি আম্পায়ারের সাহায্য ছাড়াই টিভিতে রিপ্লেতে সব কিছু পরিস্কার হয়ে যায়। দেখা যায়, বল লেগেছে ব্যাটের মাঝ বরাবর। ফলে মূল্যবান একটি রিভিউ হারায় বাংলাদেশ। তখন কুশাল মেন্ডিস তখন অপরাজিত ছিলেন ২৯ রান করে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৩১৪ রান। ৩৪ রানে দিনেশ চান্দিমাল ও ১৫ রানে ব্যাট করছে ধনঞ্জয়া ডি সিলভা।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

অলনিউজবিডি২৪ এর খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

শ্রীলংকা একাদশ: দিমুথ করুণারত্নে, নিশান মাদুস্কা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, প্রভাত জয়াসুরিয়া, আসিথ ফার্নান্দো, লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো।

Share
Share
Share
Share
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *