হাথুরুকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন সহকারী কোচ নিক পোথাস
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১০টায় চট্রগ্রাম জুহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। তবে এই ম্যাচে বাংলাদেশের দাগ আউটে থাকবেন হেড কোচ হাথুরু। তার পরিবর্তে বাংলাদেশের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ নিক পোথাস।
আরও পড়ুন:
টেস্ট দলে ফিরছেন রিয়াদ? মধ্যস্থতায় সাকিব!
চমক দিয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে একাদশ ঘোষণা করলো চেন্নাই
এক নজরে দেখেনিন পার্পল ক্যাপ অরেঞ্জ ক্যাপের দৌড়ে এগিয়ে যারা
তাইতো ম্যাচের সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তিনি জানান চট্টগ্রাম টেস্টে হাথুরুকে মিস করবে বাংলাদেশ। সহকারী কোচ নিক পোথাস বলেন, ‘হাথুরুসিংহে বিশ্বের অন্যতম সেরা একজন কোচ। তাকে চট্টগ্রাম টেস্টে মিস করছি। কোচিং স্টাফ সহ সবাইকে দারুন একটা পরিবেশ তৈরি করেছে সে। এখানে যেই দায়িত্ব নিবে সে এটা চলমান রাখতে চাইবে।’
অলনিউজবিডি২৪ এর খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
আর এই ম্যাচ দিয়ে দীর্ঘ এক বছর পরে টেস্ট দলে ফিরলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর সাকিব ফেরায় ভিশন খুশি পোথাস। কোচ বলেন, ‘বিশ্বসেরা অলরাউন্ডার এক বছর পর টেস্টে ফিরেছেন। সাকিবের মতো প্লেয়ার থাকা যেকোনো দলের জন্যই সৌভাগ্যের। সাকিবকে স্বাগত জানাই, এটা সবসময় দারুন কিছু, যখন সে ড্রেসিংরুমে থাকে। তার অনেক অভিজ্ঞতা আছে, সে যখনই দলের ফিরে সবাই তার কাছ থেকে শিখতে পারে।’
Share
Share
Share
Share
Share