আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। টস হেরে আগে ব্যাটিং করতে নেমেছে। ব্যাটিংয়ের শুরুতেই বাংলাদেশের বোলারদের বোলিং তোপে পড়েন শ্রীলঙ্কার ব্যাটাররা। ৫৫ রানে হারান ৫ উইকেট। এরপর ব্যাটিং নেমে হাল ধরেন ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। তারা দুজনে মিলে ২০০ রানের পার্টনারশীপ করে দলকে এগিয়ে নিয়ে যায়।
এরপর দুজনেই তুলে নেন শতক। দুজনেই ১০২ রান করে নাহিদ রানার বলে আউট হন। এরপর আর কোনো ব্যাটিং দাড়াতে পারেনি। শেষ পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ২৯০ রানে অল-আউট হয় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন নাহিদ রানা ও খালেদ। ১টি করে উইকেট নেন তাইজুল ও শরিফুল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১১ রান। তাইজুল ০ রানে ও জয় ৯ রানে দিন শেষ করেছেন। ৯ রান করে আউট হয়েছেন জাকির। ৫ রান করে আউট শান্ত ও মুমিনুল।