বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ। ইনজুরির কবলে পড়েছে বাংলাদেশের তরুন পেসার তানজিম হাসান সাকিব। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির নির্বাচক হান্নান সরকার।
তার বরাত দিয়ে জানা গেছে অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ের ইনজুড়িতে পড়েছেন এই পেসার। যার ফলে শেষ ওয়ানডে ম্যাচ থেকে ছিটকে গেছেন এই পেসার। এখন তাকে নিয়ে আসা হবে ঢাকাতে যেখানে তার চিকিৎসা করা হবে।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সুযোগ না পেলেও মুস্তাফিজের খারাপ পারফরমেন্সের কারণে ওয়ানডে সিরিজে একাদশে চলে আসেন তানজিম সাকিব। ফিরে এসেই প্রথম ওয়ানডে ম্যাচে দুর্দান্ত বোলিং করেন এই পেসার। তার দুর্দান্ত বোলিংয়ে প্রথম ওয়ানডে ম্যাচে ২৫৬ রানে অল-আউট হয় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ।
৪৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন সাকিব। তবে দ্বিতীয় ওয়ানডে খুব একটা ভালো করতে পারেননি এই পেসার। ৬৫ রান দিয়ে নেন ১ উইকেট। তবে ব্যাট হাতে ১৮ রান করেন তিনি। তানজিম সাকিবের জায়গাতে একাদশে সুযোগ পেয়ে যেতেন পারেন মুস্তাফিজ।