আজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাটিং করে ২৮৬ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৮৭ রান তুলো জয় পায় শ্রীলঙ্কা। ফলে ১-১ সিরিজে সমতা বিরাজ করছে। প্রথম ওয়ানডে ম্যাচে ৬ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ।
তবে আজকের ম্যাচ হারলেও তাসকিন একটা মাইলফলোক অর্জন করেছে। বাংলাদেশের হয়ে ১০০ উইকেট নেয়ার মাইলফলোক অর্জন করছেন তাসকিন। সাকিব, মাশরাফি, রাজ্জাক, মোস্তাফিজ, রুবেল, রফিক, মিরাজের পর অষ্টম বাংলাদেশী বোলার হিসেবে ওয়ানডেতে ১০০ উইকেট নিলেন তাসকিন। এই মাইলফলোকে পৌছাতে ৭২ ম্যাচ লাগলো তার।
এই দিন আরও আরেকটা মাইলফলোকে পাঁ দিয়েছে বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার। ১০ম বাংলাদেশী ব্যাটার হিসেবে ওয়ানডে ক্যারিয়ারে ২ হাজার রানের মাইলফলোকে পৌছেছেন সৌম্য সরকার।