বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। আগামীকাল থেকে মাঠে গড়াবে বিপিএল দশম আসর। এবারের আসর অনেক বড় ভুমিকা রাখবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠনে। আবার তামিমের ভবিষ্যৎ প্ল্যান ঝুলে আছে বিপিএলকে ঘিরেই। কেননা বার বার তামিম বিপিএল পরেই নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববেন বলে জানান।
আর চলতি বিপিএলে নিজের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের অধিনায়কের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম। অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সাথে কথা বলেন তিনি। এই সময় অধিনায়কের কাছে জানতে চাওয়া হয় লম্বা সময় পর ফিরতে পেরে কেমন লাগছে।
উত্তরে দেশ সেরা ওপেনার তামিম বলেন, ‘একটু রাসটিনেজ তো থাকবেই স্বাভাবিক। আর এই তিন মাসে সত্যি কথা বলতে খুব বেশি অনুশীলন করা হয়নাই। শেষ দুই আড়াই সপ্তাহধরেই মেইনলি ব্যাটিং করছি। ডে বাই ডে বেটার হচ্ছি। ওভার দ্য বিপিএল শুরুর আগে আমার পক্ষে যতটুকু সম্ভব সবই চেষ্টা করছি।’
প্রত্যেক বছর বিপিএল নিয়ে হয় তুমুল আলোচনা সমালোচনা। এবারের আসর কেমন হবে জানতে চাইলে তামিম বলেন, ‘এটা ঠিক যে অনেক আলোচনা হয়, সমালোচনা হয় এটার সাথে আমরা কেইই ডিনাই করতে পারব না। আমাদের ডমেস্টিক ফরম্যাটে বিশেষ করে আমাদের টি-টোয়েন্টি ফরম্যাটে এটা সেরা টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের কারণে অনেক খেলোয়াড়ের আর্থিক সাহায্য হয় প্লাস ক্রিকেট যেভাবে চলে বিদেশি অনেক ক্রিকেটারের সাথে খেলি। হ্যাঁ আলোচনা থাকবে, অনেক সমালোচনাও থাকবে। আমরা ভালোটা মাঝে মাঝে ভুলে যাই। ভালোটা হলো আমরা খেলতে পারছি , আন্তর্জাতিক ক্রিকেটারদের সাথে খেলতে পারছি।’
এসবের মধ্য চলে আসে এমপি ও মাশরাফির কথা। তাদের অভিনন্দন জানিয়েছেন কী না বা দেখা হলে জানাবেন কী না এমন প্রশ্নে তামিম বলেন, ‘আমার সাথে এখনো দুইজনের কারোর সাথেই দেখা হয়নি। যদি দেখা হয় অবশ্যই কথা তো হবে তখন দেখা যাক কি হয়।’
তামিমকে প্রশ্ন করা হয় ভবিষ্যতে রাজনীতিতে আসবেন কিনা? এমন প্রশ্নে তামিম বলেন, ‘ভাই এটা খুব রিস্কি একটা কথা, আমি না বললাম, আবার দেখা গেল দশ বছর হইলো। তখন আপনি এটাই দেখাই দিবেন আমি তো না বলছিলাম। এখন যদি বলি ওরকম কোনো প্নান নেই।’
বিসিবি সভাপতির চেয়ারে বসার ইচ্ছা আছে কিনা এমন প্রশ্ন করা হলে। তামিম বলেন, ‘আমার এইসবে কোনো কিছু না। তবে ভবিষ্যৎ আপনাকে কোন জায়গায় নিয়ে যায় জানেন না। আল্লাহ আমার কপালে ওইরকম কিছু লিখে রাখলে সেটা হবে। ওইটা আমি জোর করে চেয়ে নিতে পারব না।’