Saturday, November 16, 2024
ক্রিকেটখেলা

প্রথম ক্রিকেটার হিসেবে রোহিতের সেঞ্চুরি

চলছে ভারত বনাম আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম টি-টিয়োন্টি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে গতকাল মাঠে নামে ভারত। ১৫ বল হাতে রেখে ৬ উইকেটের বিশাল জয় তুলে নেয় ভারত। সিরিজে ১-০তে এগিয়ে যায় স্বাগতিকরা। এই ম্যাচ দিয়ে দীর্ঘ এক বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামে ভারতের তারকা ব্যাটার রোহিত শর্মা।

তবে খুব সুবিধা করতে পারেননি তিনি। ফিরেছেন শূন্য রানে। দূর্ভাগ্যজনক ভাবে রান আউট হয়েছেন তিনি। তবে নিজে রান না পেলেও এদিন ভারতের হয়ে জয়ের ইতিহাস গড়েছেন রোহিত শর্মা। গতকাল আফগান্তিানের বিপক্ষে ব্যাট করতে নেমে প্রথম বলটি খেলেছিলেন রোহিতই। দ্বিতীয় বলটি ডাউন দ্যা উইকেটে এসে খেলেন রোহিত শর্মা।

ড্রাইভ করেই রান নিতে দৌড় দেন তিনি। তবে স্ট্রাইক প্রান্তে পৌঁছে যান প্রায় তখন দেখেন অপর প্রান্তের ব্যাটার শুবমান গিল সেখানেই দাড়িয়ে আছেন। রোহিতের দিকে না লক্ষ্য রেখে গিল দেখছিলেন ফিল্ডিংকে। সেখানেই ঘটে বিপত্তি। ফলে আর ক্রিজে ফিরতে পারেননি রোহিত। ফিরেন শূন্য রানে।

রোহিত ফিরলেই ভারতের জয়ে কোনো রকম সমস্যা হয়নি। ভারতের তরুন ব্যাটাররা জয়ের বন্দরে নিয়ে গেছে দলকে। শিবম দুবে ও জিতেশ শর্মাদের দুর্দান্ত ব্যাটিংয়ে আফগানিস্তানকে ৬ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। আর তাতেই রেকর্ড গড়েছেন রোহিত শর্মা।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটে প্রথম ক্রিকেটার হিসেবে ম্যাচ জয়ের সেঞ্চুরি করেছেন রোহিত। তার পরে আছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক। ৮৬টি জয় রয়েছে তার ঝুলিতে। তালিকার তিনে আছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। ৭৩ জয় তার। ৭০টি করে জয় পেয়েছেন যৌথভাবে মোহাম্মদ হাফিজ ও মোহাম্মদ নাবি।

তবে ম্যাচের দিক দিয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। ১৪৯ ম্যাচে ১০০ ম্যাচ জয় তার। প্রথম ক্রিকেটার হিসেবে পরের ম্যাচেই ১৫০ টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন তিনি। শোয়েব মালিকের ৮৬ জয় এসেছে ১২৪ ম্যাচে, কোহলির ৭৩ জয় ১১৫ ম্যাচ খেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *