টেস্ট ক্রিকেটের ১২২ বছরের ইতিহাস ভাঙ্গলো ভারত ও দক্ষিণ আফ্রিকা
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ: সিরিজের শেষ টেস্ট ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। সিরাজের বোলিং তোপে প্রথম ইনিংসে মাত্র ৫৫ রানে অল-আউট দক্ষিণ আফ্রিকা। যা ১৯৩২ সালের পর এটি দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন স্কোর। সিরাজ একাই নেন ৬ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ভারতও নিজেদের প্রথম ইনিংসে খুব একটা সুবিধা করতে পারেনি। দক্ষিণ আফ্রিকার পেসারদের বোলিং তোপে প্রথম ইনিংসে ১৫৩ রানে অল-আউট হয় ভারত। চা-বিরতির পর একটা সময় ভারতের রান ছিল ১৫৩/৪। তার পরে মাত্র ১১ বলে ০ রানে ভারতের ৬টি উইকেট পড়ে যায়। কিন্তু এর ফলে লজ্জার বিশ্বরেকর্ড গড়েছে ভারত। ভারত লিড নেয় ৯৮ রানের। রাবাদা, নান্দ্রে বার্জার ও লুঙ্গি এনগিদি নিয়েছেন ৩টি করে উইকেট।
২য় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটের বিনিময়ে ৬২ রান স্কোর বোর্ডে জমা করেছে দক্ষিণ আফ্রিকা। আর এরই মধ্যে দিয়ে শেষ হয়েছে প্রথম দিনের খেলা। প্রথম দিনে রেকর্ড ২৩টি উইকেট পড়েছে দুই দলের মিলে।
ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা তা আবারও প্রমাণ দিলে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ২য় টেস্ট ম্যাচ। এক দিনে পড়েছে ২৩ উইকেট। এখন প্রশ্ন হচ্ছে এর আগে টেস্ট ক্রিকেটে এক দিনে কত উইকেট পড়েছে না এইটাই প্রথম। উত্তর হলে না। এর আগেই এই রকম ঘটনা ঘটেছে।
১৮৮৮ সালে টেস্টের প্রাচীন যুগে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে লর্ডসে একদিনে পড়েছিল ২৭ উইকেট। কিন্তু সেটা ছিল সিরিজের ২য় দিনে। তবে প্রথম দিনে ২৩ উইকেট বা তার উইকেট পড়ার ঘটনা ঘটেছিল একবার। সেটা ১৯০২ সালে মেলবোর্নে। অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের মধ্যকার একটি ম্যাচে এই ঘটনা ঘটে। প্রথম দিনে পড়েছিল ২৫ উইকেট।
প্রায় দীর্ঘ ১২২ বছর পর আবার টেস্টের প্রথম দিনে ২৩ উইকেট পড়লো। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্টে। এই দিন কেপটাউনে টস জিতে ব্যাটিং করতে নেমে ৫৫ রা অল-আউট হয় দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নিজেদের প্রথম ইনিংসে ১৫৩ রানে অল-আউট হয় ভারত। ফলে ১০+১০=২০। আবার ২য় ইনিংস ৩ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। ফলে একদিন ২৩ উইকেট পড়ে যায়।