বক্সিং ডে টেস্ট: কোহলি ও শ্রেয়াসের ব্যাটে পাল্টা জবাব দিচ্ছে ভারত
বক্সিং ডে টেস্ট: আজ থেকে শুরু হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই বৃষ্টি বাধা। বৃষ্টি শেষে ভোজা আউট ফিল্টের কারণে ম্যাচ শুরু হতে কিছুটা দেরি হয়েছে।
চলমান টেস্ট সিরিজের দক্ষিন আফ্রিকা বনাম ভারতের মধ্যকার এটা প্রথম টেস্ট। সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টে রোহিত শর্মার বিপক্ষে টস জিতে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুম আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানান তিনি।
বক্সিং ডে টেস্টের প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর আবারও মাঠে ফিরলো রোহিত শর্মা ও বিরাট কোহলিরা। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার হারার পর তারা আর মাঠে নামেনি। তবে মাঠে নামার ভারতের অধিনায়ক জানান বিশ্বকাপ হারের দুঃসহ স্মৃতি ভুলতে পারছেন না তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের একাদশে চমক। জায়গা হরিয়েছে রবিন্দ্র জাদেজা। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। দক্ষিণ আফ্রিকা একাদশে নেই কেশভ মাহারাজ এবং লুঙ্গি এনগিদি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২৬ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৯১ রান। ব্যাটিংয়ে আছেন কোহলি ৪৭ বলে ৩৩ রান ও শ্রেয়াস আইয়ার করছেন ৪৬ বলে ৩১ রান। ১৭ রান করে আউট হন জসস্বি জয়সওয়াল। ৫ রান করেন রোহিত শার্মা। শুভমান গিল করেন ২ রান।