বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ: দেখেনিন ম্যাচ সেরা ও সিরিজ সেরা হলেন যে ক্রিকেটার
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ: আজ তৃতীয় ওয়ানডে ম্যাচের মধ্যে দিয়ে শেষ হলো তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক শান্ত। অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন শরিফুল সৌম্যরা।
শুরু থেকেই বাংলাদেশের বোলারদের আগ্রাসনের মুখে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটাররা। একের পর এক হারাতে থাকে উইকেট। রাচিন্দ্র রবিন্দ্রার উইকেট নিয়ে শুরুটা করে বাংলাদেশের তরুন পোসার তানজিম হাসান সাকিব। ১২ বলে ৮ রান করেন রাচিন্দ্র রবিন্দ্রা। হেনরি নিকোলাসকেও নিজের শিকার বানান এই পেসার। হেনরি নিকোলাস করেন ১২ বলে ১ রান।
পরপর শুরু হয় শরিফুলের তান্ডব তুলে নেন উইল ইয়াং ও লাথামের উইকেট। লন্ডভন্ড হয়ে যায় নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। এরপর আবারও তানজিম সাকিব তুলে নেন টম বান্ডেলের উইকেট আর শরিফুল তুলেন চ্যাপম্যানের উইকেট। আর বাকি কাজ টুকি করে দেন সৌম্য সরকার। পরের তিনটি উইকেট তার। আর শেষ করেন মুস্তাফিজ। ফলে ৩১.৪ ওভারে ৯৮ রানে অল-আউট হয় স্বাগতিক নিউজিল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে দারুন শুরু করে বাংলাদেশের ব্যাটাররা। যদিও রিটার্ইট হার্ট হয়ে ১৬ বলে ৪ রান করে উঠে যান সৌম্য। তবে কোনো রকম অঘটন ঘটতে দেয়নি বিজয় ও শান্ত। ৩৩ বলে ৩৭ রান করে বিজয় আউট হলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক শান্ত। করেন ৪২ বলে ৫১ রান। লিটন দাস করেন ২ বলে ১ রান থাকেন অপরাজিত। ১৫.১ ওভারে জয় পায় বাংলাদেশ। ৯ উইকেটের বিশাল জয় নিয়ে সিরিজ ২-১ শেষ করলো টাইগাররা।
ম্যাচ সেরা হয়েছেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। আজকে একাদশে সুযো পেয়ে ১৪ রানে তিন উইকেট তুলে নিয়েছে এই পেসার। আর সিরিজ সেরা হয়েছেন উইল ইয়ং।