Saturday, November 16, 2024
আপডেটক্রিকেটখেলা

আজ রাতে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন সময়

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ইতিমধ্যে শেষ হয়েছে সিরিজের দুইটি ম্যাচ। পর পর দুই ম্যাচ হেরে ইতিমধ্যে সিরিজ হেরে বসেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডের কাছে ৪৪ রানে হারে বাংলাদেশ। ২য় ওয়ানডে ম্যাচে ৭ উইকেটের বিশাল জয় পায় স্বাগতিকরা। এখন শান্তদের মিশন হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো। আজ শুক্রবার রাতে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামবে টাইগাররা।

আজ রাতে শেষ ওয়ানডে ম্যাচটি হেরে গেলে হোয়াইটওয়াশের লজ্জায় পড়বে টাইগাররা। সেই লজ্জা এড়াতে শনিবার ভোর ৪ টায় ম্যাকলিন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাকলিন পার্কে বাংলাদেশকে শেষ ওয়ানডে ম্যাচ জিততে হলো করতে হবে ৩০০+ রান। যা নিউজিল্যান্ডের মাটিতে এখন করতে পারেনি টাইগাররা। সবশেষ ওয়ানডে ম্যাচে করা ২৯১ রানটাই সর্বোচ্চ। তাই তিনশো করতে হলে নতুন ইতিহাস তোরি করতে হবে বাংলাদেশকে।

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৩০০ রান করার রেকর্ড রয়েছে। ফতুল্লায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের দেয়া ৩০৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৩০৯ রান করে ম্যাচ জিতেছিল টাইগাররা। এবং সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন/রিশাদ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *