২০২৪ যুব বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ
২০২৪ যুব বিশ্বকাপ : মাত্র কয়েক সপ্তাহ আগে এশিয়া কাপ জিতে দেশে ফিরেছে যুবারা। এখন মিশন যুব বিশ্বকাপ। ২০২৪ সালের যুব বিশ্বকাপ অনুষ্টিত হবে দক্ষিণ আফ্রিকাতে। যুব বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন সদ্য এশিয়া কাপ জয়ী অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। এশিয়া কাপ জয়ী দলের ওপর সম্পূর্ণ ভরসা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
যার ফলে বাংলাদেশের যুব এশিয়া কাপ জয়ী দলের কোনো রকম পরিবর্তন করেনি বিসিবি। তবে যাতে কোনো রকম সমস্যাতে পড়তে না হয় সে জন্য ব্যাক আপের জন্য স্ট্যান্ডবাই হিসাবে রাখা হয়েছে ৫ ক্রিকেটারকে। আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই ২০২৪ যুব বিশ্বকাপে খেলতে যাবে বাংলাদেশ।
কেননা এর আগে ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ২০২০ সেই আসরে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেল আকবর আলী। তার নেতৃত্ব বাংলাদেশ প্রথম বারের মত বিশ্বকাপ জয় করেছিল। আর বর্তমান যুবারা সম্প্রতি এশিয়া কাপ জয় করেছে। তাই আত্মবিশ্বাসটা একটু বেশিই থাকবে।
দক্ষিণ আফ্রিকাতে ২০২৪ সালের ১৯ জানুয়ারি শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসর। ১৬ দলের টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত ১২ ফেব্রুয়ারি। ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের গ্রুপে শক্তিশালী দল হলো ভারত। আরও আছে আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র। চার গ্রুপ থেকে ১২ দল নিয়ে হবে দুই গ্রুপের সুপার সিক্স পর্ব। ২০ জানুয়ারি ৫ বারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।