২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে বাংলাদেশ
আর মাত্র ১৪ দিন পর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবো ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। আসছে মাসের ২ জুন শুরু হবে বিশ্বকাপের এবারের আসর। শেষ হবে জুন মাসের ২৯ তারিখ। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ৮ জনু।
তাবে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ২১ মে থেকে শুরু হবে বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ২৩ ও ২৫ মে হবে সিরিজের বাকি দুটি ম্যাচ।
আরও পড়ুন: ২০২৫ আইপিএলের জন্য মুস্তাফিজকে রিটেইন করবে না চেন্নাই
এরপর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্টিত হবে ২৮ মে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ১ জুন ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর ভারতের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণার পর সবার সামনে এসেছে এক পরিসংখ্যান। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেললেই বিশ্বকাপ জিতে সেই দল।
আলনিউজবিডি২৪ এর খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের সাথে ভারত একটা প্রস্তুতি ম্যাচ খেলেছিলো,ফলাফল ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ান ওয়েস্ট ইন্ডিজ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছিলো ভারত,ফলাফল ২০২১ বিশ্বকাপে চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের সাথে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। সেই হিসাব অনুযায়ী এবারের আসরে শিরোপা জিতবে বাংলাদেশ।