১৯৩২ সালের লজ্জার রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লো দক্ষিণ আফ্রিকা
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ: সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ কাছে ৩২ রান ও ইনিংস ব্যবধানে হারের লজ্জা পেয়েছে ভারত। তাই দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে সিরিজে সমতা ফোরানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে ভারত। আর সিরিজ জয়ের মিশনে মাঠে নেমেছে স্বাগতিকরা।
সিরিজের শেষ টেস্ট ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ বুধবার কেপটাউনে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে টস করতে নামেন এলগার। এটি তার টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ। বিদায়ী টেস্ট টসভাগ্য সহায় হয়েছে এলগারের।
তবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সিরাজের বোলিং তোপের মুখে পড়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। এইডেন মার্করাম ২, ডিন এলগার ৪ ও টনি ডি জর্জি ২ রান করে সিরাজের শিকার হন তারা। ত্রিসতান স্টাবসকে ৩ রানে সাজ ঘরের পথ ধরান জাসপ্রিত বুমরাহ। কাইল ভেরিনে ১৫, ডেভিড বেডিংহাম ১২ ও মার্কো জানসেনকে ০ রানে ফেরান সিরাজ। কেশভ মহারাজকে ৩ রানে ফেরান মুকেশ কুমার।
৬ উইকেট একাই নিয়েছেন সিরাজ। রাবাদাকে ৫ রানে ফেরান মুকেশ কুমার। শেষ পেরেকটা ঠুকেন বুমরাহ। নান্দ্রে বার্জারকে ফেরান ৪ রানে। ০ রানে অপরাজিত থাকে এনগিডি। ফলে ৫৫ রানে অল-আউট দক্ষিণ আফ্রিকা। ১৯৩২ সালের পর এটি দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন স্কোর। দক্ষিণ আফ্রিকা একাদশ