Saturday, November 16, 2024
ক্রিকেটখেলা

সৌম্যের চোটের সর্বশেষ অবস্থা জানালো বিসিবি

চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। এই ম্যাচেই নির্ধারীত হবে কোন দল পাবে শিরোপা। তবে এই ম্যাচে একের পর এক ঘটে যাচ্ছে অঘটন। ইনজুরিতে পড়েছেন সৌম্য সরকার, জাকের আলি অনিক ও মুস্তাফিজুর রহমান। বাউন্ডারি বাচাতে গিয়ে আঘাত পান সৌম্য সরকার। এরপর সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে। এপপর জানা যায় বাউন্ডারি লাইনে থাকা বিলবোর্ডের সঙ্গে লেগে পাঁয়ে ও মাথায় চোট পেয়েছেন এই ওপেনার

তার সর্বশেষ আপডেট দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘বাউন্ডারি বাঁচাতে গিয়ে সৌম্য বিজ্ঞাপনী বিলবোর্ডের সঙ্গে আঘাত পেয়েছেন। পরে তার মাথা আঘাত করে মাটিতে এবং এতে তার ঘাড়েও জটিলতা অনুভব করে। একই কারণে মাথা ব্যথা এবং দৃষ্টিশক্তিতেও সমস্যা হচ্ছিল। পরে মাঠের বাইরে নিয়ে এসসিএটি–ফাইভ পরীক্ষা করা হয়। তার বাম পায়ের হাঁটুতেও চোট রয়েছে।’

আরও পড়ুন: নেইমার ভক্তদের জন্য দারুন সুখবর

তিনি আরও বলেন, ‘টাইগারদের হয়ে বাঁ–হাতি এই ব্যাটসম্যানের ওপেনে নামার কথা ছিল। কিন্তু চোট থাকায় তার কনকাসন বদলি করার অনুমোদন নিয়েছি’। সৌম্যর কানকাশন বদলি হিসেবে নেমে দারুন একটা ইনিংস উপহার দিয়েছে তানজিদ হাসান তামিম। ৮১ বলে ৮৪ রান করে আউট হয়েছেন তিনি।

অলনিউজবিডি২৪ এর খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

আজকে পাঁয়ে ব্যাথা পেয়েছেন আরেক ওপেনার এনামুল হক বিজয়। তাছাড়া একে একে স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়েন মুস্তাফিজুর রহমান ও জাকের আলী অনিক। ক্যাচ ধরার সময় বিজয়ের সঙে ধাক্কা খায় জাকের আলি। জাকের আঘাত পান বুকে, তাকেও মাঠ ছাড়তে হয় স্ট্রেচারে করে। পরবর্তীতে মাঠ থেকেই অ্যাম্বুলেন্সে করে জাকেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছে বিসিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *