অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ৮৪ রানে হারে টাইগাররা। তবে হারার পাশাপাশি দু:সংবাদ পেয়েছে বাংলাদেশের পেসার মারুফ মৃধা। আইসিসির নিয়ম ভঙ্গায় শাস্তি পেয়েছেন তিনি।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক স্বংস্থা আইসিসির আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন বাংলাদেশের পেস ইউনিটের নেতা মারুফ মৃধা। তাকে কটি ডিমেরিট পয়েন্ট দিয়েছি আইসিসি পাশাপাশি তিরস্কার করা হয়েছে তাকে।
এই ঘটনা ঘটে ভাতের বিপক্ষে চলা ম্যাচের ৪৪ তম ওভারে। ভারতের এক ব্যাটারকে আউট করে পর পর দুইবার অতি আক্রমণাত্মক মনোভাব নিয়ে ড্রেসিংরুমে দিকে যাওয়ার ইশারা করেন মারুফ মৃধা। যা আইসিসির প্লেয়িং কন্ডিশনের নীতি বিরুদ্ধ কাজ।
আইসিসির আচরণবিধির ২.৫ ধারায় স্পষ্টতই বলা আছে, যদি কোন ক্রিকেটার তার প্রতিপক্ষ ক্রিকেটার বা ম্যাচ অফিসিয়ালের সাথে বাজে ভাষা বা শারীরিক অঙ্গভঙ্গি দেখিয়ে বাজে ইঙ্গিত প্রদর্শন করা যাবে না।