নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ ঘোষণা
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড টি-২০ সিরিজ: তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম টি-২০ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ৫ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। আগামীকাল শুক্রবার মাউন্ট মঙ্গানুইতে সিরিজে ২য় ম্যাচে মাঠে নামবে দুই দল। বাংলাদেশের লক্ষ্য সিরিজ নিশ্চিত করা। আর সিরিজে সমতা ফিরাতে মরিয়া নিউজিল্যান্ড।
চলুন এক নজরে দেখা নেয়া যাক নিউজিল্যান্ডের বিপক্ষে ২য় টি-২০ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ কি হতে পারে।
বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন দেখা যেতে পারে। আফিফ হোসেনের জায়গাতে দেখা যেতে পারে মেহেদি হাসান মিরাজকে। তবে আবার উল্টোও হতে পারে। উইনিং কম্বিনেশন নাও ভাঙতে পারে টিম ম্যানেজমেন্ট।
ওপেনিংয়ে দেখা যাবে রনি তালুকদার ও লিটন দাসকে। তিন নম্বরে দেখা যাবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। চারে ফর্মের তুঙে থাকে সৌম্য সরকারকে দেখা যাবে। পাঁচে তাওহীদ হৃদয়। ৬ নম্বরে দেখা যাবে মেহেদি হাসান মিরাজকে। সাতে অলরাউন্ডার শেখ মাহাদীকে দেখা যাবে।
পেস বিভাগে দেখা যাবে শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমানকে।