Saturday, November 16, 2024
ক্রিকেটখেলা

ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন পাথুম নিশাঙ্কা

শ্রীলংকার প্রথম ব্যাটার হিসাবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন পাথুম নিশাঙ্কা

শুক্রবার পালে­কেলেতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে তার ঐতিহাসিক দ্বিশতকে তিন উইকেটে ৩৮১ রানের পাহাড় গড়ে শ্রীলংকা।

১৩৯ বলে অপরাজত ২১০ রানের মহাকাব্যিক ইনিংসের পথে ওয়ানডেতে

শ্রীলংকার হয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডে কিংবদন্তি সনথ জয়সুরিয়াকে ছাড়িয়ে যান ২৬ বছর বয়সি এই ওপেনার।

১৩০ বলে ১৩৬ রান করেন নবি। প্রমধ মাদুশানের বলে ফলো-থ্রু করে আউট হন তিনি।

১৫ বাউন্ডারি আর ৩ ছক্কায় ইনিংস সাজান তিনি।

তবে দলকে জেতাতে না পারলেও লড়াই করে মাঠ ছেড়েছেন ওমরজাই। ১১৫ বলে ১৪৯ রান করে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন তিনি।

হাঁকিয়েছেন ১৩ বাউন্ডারি ও ৬ ছক্কা।

ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে চার মেরে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন নিশাঙ্কা।

সব মিলিয়ে ওয়ানডেতে এটি ১২তম ডাবল সেঞ্চুরি, যার তিনটিই করেছেন ভারতের রোহিত শর্মা।

অলনিউজবিডি২৪ এর খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

ওয়ানডেতে একাধিক ডাবল সেঞ্চুরি নেই আর কারও। নিশাঙ্কার সঙ্গে ১৮২ রানের উদ্বোধনী জুটিতে আভিষ্কা ফার্নান্ডোর অবদান ৮৮ রান।

এছাড়া ৩৬ বলে ৪৫ রান করেন সাদিরা সামারাবিক্রমা।

শেষ পর্যন্ত ৩৮১ রান তোলে শ্রীলঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *