ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ: চলতি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে দুই দল। প্রথম দিনের খেলা শেষে অনেকটা চাপে ছিল ভারত। একাই লড়াই করে গেছেন লোকেশ রাহুল। দেখিয়েছেন ‘ওয়ান ম্যান শো’। বুক চিতিয়ে লড়ে তুলে নিয়েছেন শতক। তার শতকের ওপর ভর করে ভারতের স্কোর বোর্ডে জমা হয় প্রথম ইনিংসে ২৪৫ রান।
চলতি টেস্ট ম্যাচের প্রথম দিন থেকে একাই লড়ছেন লোকেশ রাহুল। ৮ উইকেটের বিনিময়ে ২০৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল সফরকারী ভারত। রাহুল অপরাজিত ছিলেন ৭০ রানে। স্বীকৃত ব্যাটার কেউই ছিল না তার সাথে। দ্বিতীয় দিনেও বুক চিতিয়ে একাই লড়ে গেলেন তিনি।
নবম উইকেট জুটিতে মোহাম্মদ সিরাজকে নিয়ে গড়লেন ৪৭ রানের জুটি। দারুন ব্যাটিং করে তুলে নিলেন টেস্ট ক্যারিয়ারের অষ্টম টেস্ট শতক। তবে শতকের পর বেশি কিছু করতে পারেননি তিনি। ফিরেন ১০১ রানে। ১৩৭ বলে ১০১ রানের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ১৪ বাউন্ডারি আর ৪ ছক্কায়।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৫ উইকেট নেন কাগিসো রাবাদা। ৩ উইকেট নেন নান্দ্রে বার্গার। জবাবে ব্যাট করতে শুরুটা খারাপ করে দক্ষিণ আফ্রিকা। শুরুতেই উইকেট হারিয়েছেন ওপেনার এইডেন মার্করামের। তিনি করেন ৫ রান। মোহাম্মদ সিরাজের বলে কিপার হাতে ধরা পড়েন তিনি। টনি ডি জর্জি করেন ৬২ বলে ২৮ রান। কিগান পিটারসেন করেন ৭ বলে ২ রান। বেডিংহ্যাম করেন ৫৬ রান। কাইল ভেরেনে ৪ রান করেন।
অল্পের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেন এলগার। ২৮৭ বল মোকাবেলা করে ১৮৫ রান করেন এলগার। বাউন্ডারি মারেন ২৮টি। জেরার্ল্ড কোয়েৎজি করেন ১৯ রান। রাবাদা ১ রান এবং নান্দ্রে বার্গার কোনো রান না করে আউট হয়ে যান। মার্কো জানসেন ৮৪ রানে অপরাজিত থাকে মার্কো জনশন। নিজেদের প্রথম ইনিংসে ৪০৮ রান করে দক্ষিণ আফ্রিকা।
ফলে ১৬৩ রানের লিড পায় স্বাগিতক দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলো ভারতের। শুরুতেই ২ উইকেটে হারিয়ে বসেছে তারা। জসস্বি জয়সওয়াল ৫ রানে ও রোহিত শার্মা ০ রানে আউট হয়েছেন। শুভমান গিল ২৬ রান করেন। স্রেয়াশ আয়ারের ব্যাট থেকে আসে ৬ রান। লোকেশ রাহুল করেন ৪ রান।
রবিচন্দ্রন অশ্বিন ০ রানে আউট হন। শার্দুল ঠাকুর করেন ২ রান। জসপ্রিত বুমরাহ ০ রানে আউট। একাই লড়ছেন কোহলি। তুলে নিয়েছেন ফিফটি। রাবাদা ২টি নান্দ্রে বার্গার ৩টি ও মার্কো জানসেন ২টি উইকেট নিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৮ উইকেটে ১১৩ রান। ৬৩ রানে কোহলি ও সিরাজ ব্যাট করছেন ০ রান নিয়ে।