অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: দেখেনিন পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ৮৪ রানের বিশাল ব্যবধানে হারে টাইগাররা। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ। আসরে টিকে থাকলো বাংলাদেশের স্বপ্ন। আসরে শেষ ম্যাচে যুক্ত রাস্ট্রের বিপক্ষে জয় পেল সুপার সিক্স নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।
চলুনে দেখে নেয়া যাক বাংলাদেশের গ্রুপের পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা:
আসরে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পায় ভারত। এক ম্যাচে এক জয় নিয়ে টেবিলের প্রথম অবস্থানে আছে ভারত। দুই পয়েন্ট থাকলেও রেটিং পয়েন্টে এগিয়ে থাকার কারণে এক নম্বরে আছে তারা।
পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে আয়ারল্যান্ড। যুক্ত রাষ্টের বিপক্ষে জয় পায় তারা। দুই ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে তারা। পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।
প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বিশাল ব্যবধানে হারলেও নিজেদের ২য় ম্যাচে ঘুরে দাড়ায় টাইগাররা। দুই ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলের তলানীতে আছে যুক্তরাষ্ট্র। তারা দুই ম্যাচে দুই হার তাদের।