শ্রীঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ ঘোষণা
চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ফলে সিরিজে ১-০তে এগিয়ে আছে টাইগাররা। আজকের ম্যাচে জিতলেই সিরিজ নিজেদের করে নিবে টাইগাররা। তাই শিরোপা জয় মিশন নিয়ে আজ মাঠে নামবে টাইগাররা। আজ সিরিজে সমতা ফিরাতে মরিয়া শ্রীলঙ্কা।
আজ বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় চট্রগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্টিত হবে। চলুন দেখে নেয়াযাক দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সেরা একাদশ কেমন হতে পারে।
প্রথম ম্যাচে বাংলাদেশের টপ অর্ডার ভেঙে পড়ে। গোল্ডেন ডাক মারেন ওপেনার লিটন দাস আর ৩ রান করেন সৌম্য সরকার। তাই বলা যায় বাংলাদেশের ওপেনিংয়ে পরিবর্তন আসলেই আসতে পারে। সেক্ষেত্রে সৌম্য বা লিটনের মধ্যে যে কোনো এক জনকে থাকতে হতে পারে একাদশের বাইরে। ওপেনার হিসেবে একাদশে চলে আসতে পারে এনামুল হক বিজয়।
তিনে যথারীতি থাকবেন নাজমুল হোসেন শান্ত। আগের ম্যাচে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলেছেন বাংলাদেশের অধিনায়ক। চারে তাওহিদ হৃদয়। যদিও ফর্মটা বর্তমানে ভালো যাচ্ছে না। পাঁচে ফর্মে থাকা মাহমুদউল্লাহকে দেখা যাবে। ছয়ে বাংলাদেশের ব্যাটিং স্থম্ভ মুশফিকুর রহিমকে দেখা যাবে। প্রথম ওয়ানডে ম্যাচ ৭৭ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। দলকে নিয়ে গেছেন জয়ের বন্দরে। সাথে মেহেদী হাসান মিরাজকে দেখা যাবে।