শেষ হলো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
আজ থেকে বাংলাদেশের কক্সবাজারে শুরু হয়েছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলকে নিয়ে এই সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।
টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিং করতে পাঠায় বাংলাদেশ। অধিনায়কের সিদ্ধান্তের সম্মান রাখেন বাংলাদেশের বোলাররা। ৯ উইকেটে ৯৫ রান তোলে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২১ রান করেন রেশমি নেত্রাঞ্জলি ও ১৯ রান করেন ভিশমি গুনারত্নে। বাংলাদেশের হয়ে রাবেয়া ও নিশিতা আক্তার নিশি নিয়েছেন তিনটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ৯ বল হাতে থাকতেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ২৭ রান করেন ইভা খাতুন ও ২৭ রানে অপরাজিত থাকেন আফিয়া আসিমা। দল পায় ৫ উইকেটর বিশাল জয়।