ডিসেম্বর, বাঙালির গৌরবময় বিজয়ের মাস। ১৯৭১ সালের ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর এই মাসেই স্বাধীনতার চূড়ান্ত বিজয় লাভ করে বাংলাদেশ। এই মহান মাসের আবেগকে আরও বিশেষভাবে উদযাপন করতে নিজের ফেসবুক পেজে অভিনব এক সিদ্ধান্তের কথা জানালেন নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন।
শাওন জানিয়েছেন, বিজয়ের এই মাসে প্রতিদিন একটি করে দেশত্ববোধক গান তার ফেসবুক পেজে শেয়ার করবেন। ১ ডিসেম্বর এই ঘোষণা দিয়ে প্রথম দিনেই শেয়ার করেছেন কালজয়ী দেশগান ‘এক সাগর রক্তের বিনিময়ে’। সাবিনা ইয়াসমিনের গাওয়া এই গানটি মুক্তিযুদ্ধের স্মৃতি আর দেশের প্রতি ভালোবাসায় ভরা এক অনন্য রচনা।
গানটি শেয়ার করে শাওন তার পোস্টে লেখেন,
"বিজয়ের মাস ডিসেম্বর শুরু হলো আজ। ঠিক করেছি ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটা করে দেশের গান আমার ফেসবুক পাতায় দিব।"
এর সঙ্গে তিনি আরও যোগ করেন,
"যাদের ভালো লাগবে শুনবেন। আর যাদের ’৭১ এর ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে মানতে কষ্ট হয়, তারা দয়া করে এড়িয়ে যাবেন। আমাকে অবন্ধু (আনফ্রেন্ড) করবেন। সবাইকে বাংলাদেশের বিজয়ের মাসের শুভেচ্ছা..."
১৬ ডিসেম্বর বাঙালির ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। এই দিনই স্বাধীন জাতি হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। লাখো শহিদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীন ভূখণ্ড, আর লাল-সবুজের পতাকা পায় বাংলাদেশ।
শাওনের এমন উদ্যোগে ফুটে উঠেছে বিজয়ের মাস উদযাপনের এক অভিনব চেতনা। তার প্রতিদিনের পোস্টগুলো যেমন মুক্তিযুদ্ধের স্মৃতিকে তুলে ধরবে, তেমনি দেশের প্রতি ভালোবাসা ছড়িয়ে দেবে তার অনুসারীদের মধ্যে।
শাওন বিজয়ের মাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তার পোস্টে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তার এই সিদ্ধান্ত শুধু একটি গানের শেয়ার নয়, বরং জাতির বিজয়ের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে আরও কাছে নিয়ে যাওয়ার এক সুন্দর প্রচেষ্টা।
বিজয়ের এই মাসে শাওনের উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে সহায়ক হবে বলেই মনে করছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
প্রকাশক ও সম্পাদকঃ জাকারিয়া ইসলাম
ঠিকানা: ৫২/৬, র্যামস উইনিটি, পশ্চিম রাজাবাজার, পান্থপথ, ঢাকা-১২০৫
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭২২-৫৬৮০০৮