Saturday, November 16, 2024
ক্রিকেটখেলা

বাংলাদেশকে হারিয়ে অবিশ্বাস্যভাবে যা বললেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ

চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ইতিমধ্যে শেষ হয়েছে সিরিজের দুইটি ম্যাচ। প্রথম ম্যাচে ৬ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার জয়ে বড় অবদান রাখে পাথুম নিশাঙ্কা এবং চারিথ আসালাঙ্কা। শেষ দিকে দারুন ব্যাটিং করেন হাসারাঙ্গা। তাইতো ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলিনা কান্দাম্বে তাদেরকে প্রশংসায় ভাসান।

শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলিনা বলছিলেন, ‘আসলে এই দুই ব্যাটার (আসালাঙ্কা এবং নিশাঙ্কা) গত কয়েক মাস ধরে রান করে যাচ্ছে। তারা ধারাবাহিকভাবে রান করছে। বিশেষ করে নিশাঙ্কা আফগানিস্তানের সাথে ডাবল সেঞ্চুরি করেছে। পরে আরেকটি সেঞ্চুরি করেছে। আজকে আরও একটি করল। সে বেশ ধারাবাহিক। সময়ের সাথে সাথে দারুণ পরিপক্ক একজন ক্রিকেটার হয়ে উঠছে।’

আরও পড়ুন:
তাসকিনের সেঞ্চুরি
দশম বাংলাদেশী হিসেবে নতুন রেকর্ড গড়লেন সৌম্য সরকার
মুশফিক-মাহমুদউল্লাহকে প্রশংসায় ভাসালেন ব্যাটিং কোচ হেম্প

তিনি আরও বলেন, ‘এখানে কন্ডিশন এবং পরিস্থিতি বুঝে খেলতে হয়েছে। সাধারণত এই দুজন বেশ শান্ত ব্যাটার। তারা অনেক তথ্য বের করেছে বাইরে থেকে। তারা দুজন দারুণ বন্ধু। সবসময় একসাথে থাকে। তারা জানে নিজেদের সামর্থ্য সম্পর্কে। এটাই গুরুত্বপূর্ণ ব্যাপার।’

অলনিউজবিডি২৪ এর খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

এই দল নিয়ে ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্ন করলে জবাবে থিলিনা জানান, ‘আসলে এখনই কিছু বলা যাচ্ছে না। কারণ আরও ৩ বছর আছে পরের ওয়ানডে বিশ্বকাপের। আমি নিশ্চিত নির্বাচকদের প্ল্যান রয়েছে। যদি প্ল্যানিং ঠিকঠাক থাকে তাহলে পরের বিশ্বকাপে দেখা যাবে অন্তত ৪-৫ জন থাকবে যারা ১০০ ওয়ানডে খেলেছে। সর্বশেষ বিশ্বকাপে এটি হয়নি। আমাদের অভিজ্ঞ ক্রিকেটার দরকার। এরা আরও ভালো করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *