রাতে হয়ে গেছে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড। জমকালো আয়োজন ছিল। এবারের আসরে ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ডকে হারিয়ে ফিফা বর্ষ সেরা ফুটবলারের পুরুস্কার নিজের করে নিয়েছেন সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। লড়াইটা ছিল হাড্ডাহাড্ডি। ফিফা বর্ষ সেরা ফুটবলার ঘোষণা করার পাশাপাশি ঘোষণা করা হয়েছে ফিফা বর্ষ সেরা বিশ্ব একাদশ।
ফিফা ফিফপ্রো’র এই বিশ্ব একাদশে রেকর্ড গড়ে ১৭ বারের মত জায়াগা করে নিয়েছেন সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। ২০০৭ সাল থেকে টানা ফিফা বিশ্ব একাদশে জায়গা ধরে রেখেছেন তিনি।
এবারের বর্ষ একাদশে সবচেয়ে বেশি জায়গা পেয়েছে ম্যানচেস্টার সিটির ৬ ফুটবলার। তারা হলেন কাইল ওয়াকার, জন স্টোন্স, রুবেন দিয়াজ, বার্নার্দো সিলভা, কেভিন ডি ব্রুইনা ও আর্লিং হালান্ড। এবারের ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠানে ২২ হাজার পেশাদার পুরুষ ফুটবলার নিজেদের ভোট প্রদান করেছেন।